মন্দিরবাজারে বিজেপি নেতা গ্রেফতার প্রতারণার অভিযোগে,বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের,থানা ঘেরাও
মন্দিরবাজার থানার সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ থানা ঘেরাও,পথ অবরোধ।
মন্দিরবাজার|মঙ্গলবার বিভিন্ন প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা দিলীপ জাটুয়া কে পুলিশ ডায়মন্ডহারবার এ সি জে এম কোর্টে তুললে বিচারক ধৃত কে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা দিলীপ জাটুয়া।মন্দিরবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তৃণমূলের দিলীপ জাটুয়া।এমনকি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন দিলীপ জাটুয়া।দিলীপ জাটুয়া তৃনমূল কংগ্রেসে থাকাকালীন বিভিন্ন কাজের এবং চাকুরী করে দেওয়া প্রলোভন দেখিয়ে টাকা পয়সা মানুষের কাছ নিয়ে প্রতারণার অভিযোগ উঠলে দল তৃণমূল থেকে বের করে দেয় দিলীপ জাটুয়া কে এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে।তখন দিলীপ জাটুয়া বিজেপি তে যোগদান করে।মন্দিরবাজার থানায় বেশ কয়েকজন প্রতারণার অভিযোগ দায়ের করে দিলীপ জাটুয়ার বিরুদ্ধে।আর পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে গত ৯ জুলাই গভীর রাতে পুলিশ হানা দিয়ে দিলীপ জাতুয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ বিজেপি নেতা দিলীপ জাটুয়ার বিরুদ্ধে ধারা ৪২০|৪০৬|৪৬৫|৪৬৮|৪৭১|৫০৬ আই পি সি মামলা রুজু করে।যার কেস নম্বর ২২২|১৮ তারিখ-৯|৭|২০১৮।স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে বিজেপি নেতা দিলীপ জাটুয়ার গ্রেফতারের ঘটনা ছড়িয়ে পড়লে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকরা মন্দিরবাজার থানা ঘেরাও করে মঙ্গলবার সকাল থেকে।এদিকে পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা দিলীপ জাটুয়ার বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছে বিজেপি নেতার পরিবারের সদস্যরা। রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যা মামলায় দলীয় নেতা দিলীপ জাটুয়া গ্রেফতারের প্রতিবাদে জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দাসের নেতৃত্ব থানার সামনে বিক্ষোভ দেখায় কর্মী-সমর্থকরা। পাশাপাশি রায়দিঘি রোড অবরোধ করে। প্রায় ঘন্টাখানেক পর অবরোধ উঠে গেলেও ধর্না বিক্ষোভ চলছে। বুধবার পর্যন্ত এই ধর্না চলবে বলে জানিয়েছে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস। তিনি বলেন, দিলীপ জাটুয়া কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ২ নির্দল সদস্যকে বিজেপিতে যোগদান করিয়েছেন দিলীপ জাটুয়া।ফলে এই পঞ্চায়েত বিজেপির পক্ষে যাবে। আর সেই কারণেই পরিকল্পিতভাবে পুলিশকে কাজে লাগিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে পঞ্চায়েতের দখল নিতে চাইছে তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার মন্দিরবাজার কেন্দ্রের তৃণমূলের বিধায়ক জয়দেব হালদার বলেন তৃণমূল দলে থাকাকালীন দিলীপ জাটুয়া বিরুদ্ধে টাকা নেওয়ার বিভিন্ন অভিযোগ উঠেছিল।যার পরিপেক্ষীতে দল এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে দিলীপ জাটুয়া কে তৃণমূল কংগ্রেস দল থেকে বের করে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দিলীপ জাটুয়া কে পুলিশ গ্রেফতার করে।আইন আইনের পথে চলবে।
ধৃত বিজেপি নেতা দিলীপ জাটুয়া কে নিয়ে যাচ্ছে পুলিশ ।
পুলিশ বিজেপি নেতা দিলীপ জাটুয়ার বিরুদ্ধে ধারা ৪২০|৪০৬|৪৬৫|৪৬৮|৪৭১|৫০৬ আই পি সি মামলা রুজু করে।যার কেস নম্বর ২২২|১৮ তারিখ-৯|৭|২০১৮।স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে বিজেপি নেতা দিলীপ জাটুয়ার গ্রেফতারের ঘটনা ছড়িয়ে পড়লে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকরা মন্দিরবাজার থানা ঘেরাও করে মঙ্গলবার সকাল থেকে।এদিকে পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা দিলীপ জাটুয়ার বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছে বিজেপি নেতার পরিবারের সদস্যরা। রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যা মামলায় দলীয় নেতা দিলীপ জাটুয়া গ্রেফতারের প্রতিবাদে জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দাসের নেতৃত্ব থানার সামনে বিক্ষোভ দেখায় কর্মী-সমর্থকরা। পাশাপাশি রায়দিঘি রোড অবরোধ করে। প্রায় ঘন্টাখানেক পর অবরোধ উঠে গেলেও ধর্না বিক্ষোভ চলছে। বুধবার পর্যন্ত এই ধর্না চলবে বলে জানিয়েছে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস। তিনি বলেন, দিলীপ জাটুয়া কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ২ নির্দল সদস্যকে বিজেপিতে যোগদান করিয়েছেন দিলীপ জাটুয়া।ফলে এই পঞ্চায়েত বিজেপির পক্ষে যাবে। আর সেই কারণেই পরিকল্পিতভাবে পুলিশকে কাজে লাগিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে পঞ্চায়েতের দখল নিতে চাইছে তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার মন্দিরবাজার কেন্দ্রের তৃণমূলের বিধায়ক জয়দেব হালদার বলেন তৃণমূল দলে থাকাকালীন দিলীপ জাটুয়া বিরুদ্ধে টাকা নেওয়ার বিভিন্ন অভিযোগ উঠেছিল।যার পরিপেক্ষীতে দল এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে দিলীপ জাটুয়া কে তৃণমূল কংগ্রেস দল থেকে বের করে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দিলীপ জাটুয়া কে পুলিশ গ্রেফতার করে।আইন আইনের পথে চলবে।