কুলপি ব্লক হাসপাতাল পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধি দল।

কুলপি ব্লক হাসপাতাল পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধি দল।


নিজস্ব প্রতিনিধি|কুলপি|সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ইউনিসেফের এক প্রতিনিধি দল দক্ষিণ ২৪পরগনার কুলপি ব্লকের, ব্লক হাসপাতাল,করঞ্জলী বালিকা বিদ্যালয় ও দমোদর গ্রাম পরিদর্শন করেন।ইউনিসেফের তরফ থেকে ভারতের প্রতিনিধি ইয়াসমিন আলি হকের নেতৃত্বে প্রতিনিধি দল এ দিন দুপুরে কুলপি ব্লক স্বাস্থ্য কেন্দ্রেটি ঘুরে দেখেন বিভিন্ন ইউনিট গুলি।বিশেষ করে রোগীর পরিষেবা,রোগীকে ভর্তি করলে কোথায় রাখা হয় সহ বিভিন্ন বিষয়ে তারা পর্যবেক্ষন করে।স্বাস্থ্য কেন্দ্রে পরিকাঠামো দেখে প্রতিনিধি দল খুবই প্রশংসিত করেন।এরপর প্রতিনিধি দল করঞ্জলী বালিকা বিদ্যালয়ে গিয়ে সেখানে কন্যাশ্রীদের সঙ্গে কথা বলেন।বিভিন্ন বিষয়ে তারা প্রশ্ন করেন কন্যাশ্রী ছাত্রীদের।সেখান থেকে প্রতিনিধি দল কুলপির দামোদর গ্রাম পরিদর্শন করেন।বিশেষ করে শৌচালয় দেখেন।সমস্ত বিষয় গুলি পরিদর্শন করে ইউনিসেফের প্রতিনিধি দল খুব খুশি হয়।
কুলপি ব্লক হাসপাতাল পরিদর্শন করছেন ইউনিসেফের প্রতিনিধি দল।

এদিন পরিদর্শনে সময় উপস্থিতি ছিলেন কুলপি বিডিও সঞ্জীব সেন।তিনি বলেন ইউনিসেফের এক প্রতিনিধি দল কুলপি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পর্যবেক্ষণ করে এবং গ্রামে গ্রামে ঢুকে শৌচালয় বিষটিও পর্যবেক্ষণ করে।পাশাপাশি করঞ্জলী বালিকা বিদ্যালয়ে তারা কন্যাশ্রীদের সঙ্গে কথা বলেন বিভিন্ন বিষয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন