ক্যানিং মহকুমা জুড়ে রাখী উৎসবে মাতলেন কচিকাঁচারা
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|রবিবার দক্ষিণ ২৪পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে সর্ব ধর্মের মানুষ এবং কচিকাঁচারা মেতে উঠলেন রাখীবন্ধনে।এদিন ক্যানিং-১ও২,বাসন্তী, গোসাবা ব্লক গুলিতে সকাল থেকে শুরু একে অপরের হাতে রাখী পরিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যা ছিল চোখে পড়ার মতন।মিশে গেল সব ধর্মের মেল বন্ধনে।এদিন ক্যানিং তালদির ফুটপাতবাসী, ভিক্ষারী, পথশিশুদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে বাগমারি মাদার এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিশন' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটি দীর্ঘদিন ধরে এইসব পথশিশুদের নিয়ে কাজ করছে। তাদের শিক্ষাদীক্ষা শিশুদের অকাল বিয়ে আটকারে এবং নারী নির্যাতন আটকাতে আন্দোলন চালাচ্ছে।
সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা পথে পড়ে থাকা ভিক্ষারী, অহবেলিত প্রবীণ মানুষ, দুঃস্থ এবং ভবঘুরে মানুষদের হাতে রাখী বেঁধে, মিষ্টি ও ফল খাইয়ে নতুন জামাকাপড় পরিয়ে উৎসবটি পালন করে। অভিনয় এই উৎসবে সামিল হয়েছিলেন স্থানীয় বহু মানুষ। সংগঠনের ডিরেক্টর সামসুলআলম খাঁন বলেন, 'যাঁদের পাশে কেউ নেই আমরা তাঁদের পাশে আছি।কোনও উৎসব অনুষ্ঠান ছাড়াই আমরা সব সময় অসহায় দুঃস্থ মানুষের পাশে আছি। তাঁদের জন্য নিরবে কাজ করে চলেছি।
এদিকে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত ব্লক গুলিতে রাখী উৎসবে মেতে উঠে তৃণমূলের মহিলা কর্মীরা।এমনকি প্রত্যন্ত গ্রামগুলিতে রাখী উৎসবে মেতে ওঠে কচিকাঁচারা।ক্যানিং-১ বিডিও নীলাদ্রি শেখর দে হাতে রাখী পড়িয়ে দেয় জব কার্ডের বেনিফিসারিরা মহিলারা এদিনের রাখীবন্ধন উৎসব।পাশাপাশি কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাখি বন্ধন অনুষ্ঠান পালন করলেন, জাতি বর্ণ নির্বিশেসে।
এ দিনেরশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ন্টুরাম পাখিরা, ওসি, এস ডি ও,পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ বেগম, বিডিও পার্থ বন্দোপাধ্যায় প্রমূখ।মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা বাংলা জুড়ে রাখী উৎসবে মেতে উঠেছে সর্ব ধর্মের মানুষ রাখীবন্ধনে।আজ এই দিন একটা পবিত্র দিন।১৯০৫ সালে পরাধীন ভারতবর্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধনের মাধ্যমে রাখী উৎসব করে ছিলেন।এদিন রাজ্যের মন্ত্রীর হাতে অনেক মহিলারা রাখী পড়িয়ে বন্ধনে আবদ্ধ হয়।
তালদিতে পথ শিশুদের হাতে রাখী পরিয়ে দিচ্ছে সেচ্ছাসেবক সংগঠনের মহিলারা।
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|রবিবার দক্ষিণ ২৪পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে সর্ব ধর্মের মানুষ এবং কচিকাঁচারা মেতে উঠলেন রাখীবন্ধনে।এদিন ক্যানিং-১ও২,বাসন্তী, গোসাবা ব্লক গুলিতে সকাল থেকে শুরু একে অপরের হাতে রাখী পরিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যা ছিল চোখে পড়ার মতন।মিশে গেল সব ধর্মের মেল বন্ধনে।এদিন ক্যানিং তালদির ফুটপাতবাসী, ভিক্ষারী, পথশিশুদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে বাগমারি মাদার এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিশন' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটি দীর্ঘদিন ধরে এইসব পথশিশুদের নিয়ে কাজ করছে। তাদের শিক্ষাদীক্ষা শিশুদের অকাল বিয়ে আটকারে এবং নারী নির্যাতন আটকাতে আন্দোলন চালাচ্ছে।
সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা পথে পড়ে থাকা ভিক্ষারী, অহবেলিত প্রবীণ মানুষ, দুঃস্থ এবং ভবঘুরে মানুষদের হাতে রাখী বেঁধে, মিষ্টি ও ফল খাইয়ে নতুন জামাকাপড় পরিয়ে উৎসবটি পালন করে। অভিনয় এই উৎসবে সামিল হয়েছিলেন স্থানীয় বহু মানুষ। সংগঠনের ডিরেক্টর সামসুলআলম খাঁন বলেন, 'যাঁদের পাশে কেউ নেই আমরা তাঁদের পাশে আছি।কোনও উৎসব অনুষ্ঠান ছাড়াই আমরা সব সময় অসহায় দুঃস্থ মানুষের পাশে আছি। তাঁদের জন্য নিরবে কাজ করে চলেছি।
ক্যানিং-১বিডিও নীলাদ্রি শেখর দে হাতে রাখী পড়িয়ে দিচ্ছে মহিলারা।
এদিকে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত ব্লক গুলিতে রাখী উৎসবে মেতে উঠে তৃণমূলের মহিলা কর্মীরা।এমনকি প্রত্যন্ত গ্রামগুলিতে রাখী উৎসবে মেতে ওঠে কচিকাঁচারা।ক্যানিং-১ বিডিও নীলাদ্রি শেখর দে হাতে রাখী পড়িয়ে দেয় জব কার্ডের বেনিফিসারিরা মহিলারা এদিনের রাখীবন্ধন উৎসব।পাশাপাশি কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাখি বন্ধন অনুষ্ঠান পালন করলেন, জাতি বর্ণ নির্বিশেসে।
কাকদ্বীপে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা হাতে রাখী পরিয়ে দিচ্ছে মহিলারা।