বাসন্তী উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি সিপিএম আর এস পি মিলে বোর্ড গঠন করল
নিজস্ব প্রতিনিধি|বাসন্তী|সোমবার দক্ষিণ ২৪পরগনার বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো বিজেপি সিপিএম আর এস পি এক সঙ্গেই মিলে।এদিন পঞ্চায়েত বোর্ড গঠনে প্রধান পদে ভোটাভুটি তে বিজেপি প্রার্থী নমিতা সরদার ভোট পায় ৮ টি এবং তৃণমূলের প্রার্থী ঝুমা নস্কর পায় ৬ টি ভোট।ফলে বিজেপি প্রার্থী নমিতা সরদার প্রধান পদে জয় লাভ করে।তবে এই পঞ্চায়েতে প্রধান পদটি মহিলা সংরক্ষিত।উপ-প্রধানপদে ভোটাভুটি তে আর এস পি প্রার্থী সামসুদ্দিন সেখ জয় লাভ করে তৃণমূলের প্রার্থী হর্ষ মন্ডলকে ৮-৬ ব্যবধানে।ফলে বিজেপি প্রধান এবং আর এস পি উপ-প্রধান এই পঞ্চায়েতে।
বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আর এস পি সিপিএমের সমর্থনে বিজেপি প্রধান নমিতা সরদার এবং বিজেপি সমর্থনে আর এস পি উপ প্রধান সামসুদ্দিন সেখ।
উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৪ টি।এর মধ্যে বিজেপি ৬ টি, তৃণমূলের ৫ টি,আর এস পি ১ টি,সিপিএম ১টি প্রার্থী জয়ী হয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে।এদিন বাসন্তী জয়েন্ট বিডিও তাপস বিশ্বাসের নেতৃত্বে বিডিও প্রতিনিধি দল নিয়ম মেনে আইন মাফিক ভোটাভুটি করায় কড়া নিরাপত্তা বলয়ে।বাসন্তী মন্ডলের বিজেপি সভাপতি দীপঙ্কর নস্কর বলেন বেশ কিছু আগে আর এস পি এবং সিপিএম থেকে বহু কর্মী সমর্থকরা বিজেপি তে যোগদান করে।ফলে তাদের নেতৃত্বে আর এস পি এবং সিপিএমের জয়ী প্রার্থীরা বিজেপি কে সমর্থন করে বোর্ড গঠনে।পাশাপাশি এলাকার উন্নয়নের স্বার্থে সমর্থন করে।এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে এই পঞ্চায়েতে এলাকায় সার্বিক উন্নয়নমূলক কাজ করবে এই নব নির্বাচিত বোর্ড।
নিজস্ব প্রতিনিধি|বাসন্তী|সোমবার দক্ষিণ ২৪পরগনার বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো বিজেপি সিপিএম আর এস পি এক সঙ্গেই মিলে।এদিন পঞ্চায়েত বোর্ড গঠনে প্রধান পদে ভোটাভুটি তে বিজেপি প্রার্থী নমিতা সরদার ভোট পায় ৮ টি এবং তৃণমূলের প্রার্থী ঝুমা নস্কর পায় ৬ টি ভোট।ফলে বিজেপি প্রার্থী নমিতা সরদার প্রধান পদে জয় লাভ করে।তবে এই পঞ্চায়েতে প্রধান পদটি মহিলা সংরক্ষিত।উপ-প্রধানপদে ভোটাভুটি তে আর এস পি প্রার্থী সামসুদ্দিন সেখ জয় লাভ করে তৃণমূলের প্রার্থী হর্ষ মন্ডলকে ৮-৬ ব্যবধানে।ফলে বিজেপি প্রধান এবং আর এস পি উপ-প্রধান এই পঞ্চায়েতে।
বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আর এস পি সিপিএমের সমর্থনে বিজেপি প্রধান নমিতা সরদার এবং বিজেপি সমর্থনে আর এস পি উপ প্রধান সামসুদ্দিন সেখ।
উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৪ টি।এর মধ্যে বিজেপি ৬ টি, তৃণমূলের ৫ টি,আর এস পি ১ টি,সিপিএম ১টি প্রার্থী জয়ী হয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে।এদিন বাসন্তী জয়েন্ট বিডিও তাপস বিশ্বাসের নেতৃত্বে বিডিও প্রতিনিধি দল নিয়ম মেনে আইন মাফিক ভোটাভুটি করায় কড়া নিরাপত্তা বলয়ে।বাসন্তী মন্ডলের বিজেপি সভাপতি দীপঙ্কর নস্কর বলেন বেশ কিছু আগে আর এস পি এবং সিপিএম থেকে বহু কর্মী সমর্থকরা বিজেপি তে যোগদান করে।ফলে তাদের নেতৃত্বে আর এস পি এবং সিপিএমের জয়ী প্রার্থীরা বিজেপি কে সমর্থন করে বোর্ড গঠনে।পাশাপাশি এলাকার উন্নয়নের স্বার্থে সমর্থন করে।এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে এই পঞ্চায়েতে এলাকায় সার্বিক উন্নয়নমূলক কাজ করবে এই নব নির্বাচিত বোর্ড।