ক্যানিং মাতলা নদীর পাড়ে চলছে ফল গাছের চারা রোপন,পরিদর্শনে জেলার এন আর ই জি এস দফতরের ডি এন ও

ক্যানিং মাতলা নদীর পাড়ে চলছে ফল গাছের চারা রোপন,পরিদর্শনে জেলার এন আর ই জি এস দফতরের ডি এন ও 


ক্যানিং মাতলা নদীর ধারে এস ডি ও রোডে নারকেল গাছের চারা রোপন করছে জেলার এন আর ই জি এস দফতরের ডি এন ও নাজির উদ্দিন সরকার, ক্যানিং-১ বিডিও নীলাদ্রি শেখর দে।

নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের মাতলা-১ অঞ্চলের ক্যানিং মাতলা নদীর ধারে পুরাতন নৌকাঘাট রোড থেকে ক্যানিং এস ডি রোডের নদীর ধারে ক্যানিং-১ সমিষ্টি আধিকারিক করন ও মাতলা -১ গ্রাম পঞ্চায়েতের  উদ্যোগে  জব কার্ডের বেনিফিসারিদের পরিকল্পনায় চলছে বৃক্ষ রোপনের কাজ।আর এই কাজ কে স্বার্থক করে তুলতে জব কার্ডের বেনিফিসারিরা কোমর  বেঁধে নেমে পড়েছে কাজে কে বাস্তব রুপ।পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে।আর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে   বেনিফিসারিরা নারকেল ও সুপারি গাছের চারা রোপন করার কাজ করে চলেছে অক্লান্ত পরিশ্রম করে।পাশাপাশি জব কার্ডের বেনিফিসারিরা ক্যানিং পুরাতন নৌকাঘাট রোড থেকে মাতলা ব্রীজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় রাস্তার দুধারে নিম গাছের চারা রোপনের কাজ করছে।ইতিমধ্যে ২ হাজার নিম গাছের চারা রোপন করেছে বেনিফিসারিরা।এদিকে রবিবার ক্যানিং এস ডি ও রোডে  বেনিফিসারিরা যখন নারকেল ও সুপারি গাছ রোপেনের কাজ করছে।


সেই সময় হঠাৎই কাজের পরিদর্শন করতে চলে আসেন জেলার এন আর ই জি এস দফতরের ডি এন ও নাজির উদ্দিন সরকার,ক্যানিং-১ বিডিও নীলাদ্রি শেখর দে,বিভাগীয় দফতরের আধিকারিক।কাজের পরিদর্শন করে জব কার্ডের বেনিফিসারিদের সঙ্গে কথা বলেন জেলার ডি এন ও নাজির উদ্দিন সরকার এবং বৃক্ষ রোপন বিষয়ে আলোচনা করেন পাশাপাশি তিনি এবং ক্যানিং-১ বিডিও নীলাদ্রি শেখর দে নারকেল গাছের চারা রোপন করে দেখিয়ে দেন বেনিফিসারিদের।ফলে উৎসাহিত হয় জব কার্ডের বেনিফিসারি মলিনা হালদার, ভাস্বতী সরদার, রানী বালা পাল, গোপাল সরকার, মীনারানী পাল, বলরাম হালদার,কাকলী পাল, রাধা নস্কর।জেলার এন আর ই জি এস দফতরের ডি এন ও নাজির উদ্দিন সরকার বলেন ক্যানিং মাতলা নদীর ধারের রোডে নারকেল,সুপারি গাছের চারা রোপনের কাজ চলছে।পাশাপাশি নিম গাছের চারা, ফুল গাছের চারা এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের কাজ চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন