নামখানা সাগরে মৃত মৎস্যজীবীদের পাশে সাগরের বিধায়ক।
নামখানা ও সাগর পঞ্চায়েত সমিতি ভবনে মৃত মৎস্যজীবীর পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দিলেন বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।
নিজস্ব প্রতিনিধি|নামখানা|সোমবার বিকালে দক্ষিণ ২৪পরগনার নামখানা ও সাগরের পঞ্চায়েত সমিতির ভবনে সাগর কেন্দ্রের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র হাজরা তার বিধায়ক তহবিল থেকে ৭৫ জন দুঃস্থ ছাত্র ছাত্রীদের হাতে ২ হাজার টাকার চেক এবং বেশ কিছু দিন আগে প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রে ট্রলার ডুবে মৃত ৮ জন মৎস্যজীবীর পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন।ফলে মানবিক মুখ হিসাবে উঠে আসে বিধায়কের নাম।এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানা ও সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সীমান্ত মালি,অনিতা মাইতি,যুগ্ম বিডিও, বিশিষ্ট্য শিক্ষাবিদ পরমেশ্বর মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন ২০০১ সালে আমি যখন বিধায়ক হওয়ার পর থেকে দুঃস্থ ছাত্র ছাত্রীদের উৎসাহ দিতে আমার এই প্রয়াস।প্রথমে ৪০ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দুঃস্থ ছাত্র ছাত্রীদের পড়াশুনায় উৎসাহ দিতে এই প্রয়াস।বর্তমানে আমরা বিধানসভা কেন্দ্রে ৭৫ জন ছাত্র ছাত্রী কে দেওয়া হল।আর এর মধ্যে ৩৮ জন দুঃস্থ ছাত্রী।তিনি আরও বলেন আমি খুব গরীর ঘরের ছেলে।তাই গরীবের মর্মব্যর্থা বুঝতে পারি।আর সেই জন্য এই প্রয়াস।বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন বেশ কিছু দিন আগে প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের ট্রলার ডুবে বেশ কিছু মৎস্যজীবীর মৃত্যু হয়।আর এর মধ্যে সাগর বিধানসভা কেন্দ্রের ৮ জন মৎস্যজীবীর মৃত্যু হয়।সেই সব মৃত পরিবার গুলির সদস্যদের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল ৮ টি পরিবার কে।এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।উঠে এল বিধায়কের মানবিক মুখ।