ক্যানিং-১ ব্লকের মাতলা নদীর চড়ে ৯৪ হাজার ম্যানগ্রোভ গাছের চারার নার্সারি

ক্যানিং-১ ব্লকের মাতলা নদীর চড়ে ৯৪ হাজার ম্যানগ্রোভ গাছের চারার নার্সারি


নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা নদীর চড়ে ক্যানিং-১ সমিষ্টি করন আধিকারিক ও মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হচ্ছে ৯৪ হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের নার্সারি।স্বর্ন জয়ন্তী গ্রুপ এবং জব কার্ডের বেনিফিসারিরা এই কাজটি করছে।গত ৪ আগষ্ট থেকে এই কাজের শুভ সূচনা হয়।


  • ইতিমধ্যে কয়েক হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের চারা তারা তৈরি করে ফেলেছে ক্যানিং মাতলা নদীর চড়ে।এই চারা গাছ বিক্রি হলে এখান থেকে আয় আসবে।ফলে আর্থিক দিক থেকে উপকৃত হবে স্বর্ন জয়ন্তী গ্রুপের মহিলারা এবং জব কার্ডের বেনিফিসারিরা।ক্যানিং মাতলা নদীতে জোয়ারের সময় জোয়ারের জলে ভেসে আসা বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের বীজ মহিলারা সংগ্রহ করে সেই বীজ দিয়ে তৈরি হচ্ছে ম্যানগ্রোভ গাছের নার্সারি।এখানেকেওড়া,সুন্দরী , কাঁকড়া,বাইন,গর্জন সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের নার্সারি তৈরী হচ্ছে।মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের ভি এল ই কমলাকান্ত সাহা বলেন ক্যানিং মাতলা নদীতে জোয়ারের সময় ভেসে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের বীজ সংগ্রহ করে মাতলা নদীর চড়ে ম্যানগ্রোভের নার্সারি কাজ চলছে।প্রথম পর্যায়ে ৯৪ হাজার ম্যানগ্রোভ গাছের নার্সারি তৈরি হবে।স্বর্ন জয়ন্তী গ্রুপের মহিলারা এবং কিছু সব কার্ডের বেনিফিসারিরা এই কাজ করছে।এই গাছ বিক্রি হলে এখান থেকে মহিলারা আর্থিক দিক থেকে লাভবান হবে এবং স্বনির্ভর হয়ে উঠবে।পাশাপাশি এই কাজ পেয়ে খুশি স্বর্ন জয়ন্তীর মহিলারা এবং জব কার্ডের বেনিফিসারিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন