ক্যানিং মাতলা অঞ্চলে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

ক্যানিং মাতলা অঞ্চলে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা


নিজস্ব প্রতিনিধি|ক্যানিং| শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিন ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের মাতলা পুরাতন বাজারে মাতলা বাজার ব্যবসায়ীবৃন্দ দুর্গোৎসবে দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলা।

দেখুন ভিডিও


সুন্দরবনের বিভিন্ন প্রান্তে থেকে কয়েক হাজার মহিলা এই সিঁদুর খেলায় মেতে উঠে।এবার এই পুজো ৯৫ বর্ষে পদার্পণ করে।সম্পূর্ণ শাস্ত্রীয় মতে নিষ্ঠা সহকারে পুজো চলে এই প্রচীন পুজোকে কেন্দ্র করে।কেউ বা ঢাক বাজিয়ে কেউ বা নৃত্যের তালে পান সুপারি সিঁদুর মিষ্টি মুখ করিয়ে মা কে বরন করে নিলেন মহিলারা।ফলে ফুঁটে উঠল সুন্দরবনের কৃষ্টি-সংস্কৃতিক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন