ক্যানিং-এ বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি আনতে প্রশাসনিক বৈঠকে জেলা শাসকের ক্যানিং মহকুমা ভবনে
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং| বৃহস্পতিরবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং এস ডি ও ভবনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি আনতে এবং উন্নয়নমূলক বিষয়ে একটি প্রশাসনিক বৈঠক করে জেলা শাসক ওয়াই রত্নাকর রাও।এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল, ক্যানিং মহকুমা শাসক অদিতি চৌধারী, জেলা পরিষদের সদস্য তথা জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী প্রমুখ।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জেলা শাসক ওয়াই রত্নাকর রাও বলেন ক্যানিং এ সি জে এম,ডাবু ট্যুরিজম কেন্দ্র, ক্যানিং নিউ বাসট্রামিন্যাল সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয় বিভাগীয় দফতরের আধিকারিকদের সঙ্গে।পাশাপাশি ক্যানিং মাতলা নদীর দু'পারে মহত্মা গাঁধী জাতীয় গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পের বৃক্ষ রোপনের কাজ চলছে।জব কার্ডের বেনিফিসারিরা এই কাজে যাতে বৃক্ষ পাট্রা পায় সেটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং| বৃহস্পতিরবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং এস ডি ও ভবনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি আনতে এবং উন্নয়নমূলক বিষয়ে একটি প্রশাসনিক বৈঠক করে জেলা শাসক ওয়াই রত্নাকর রাও।এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল, ক্যানিং মহকুমা শাসক অদিতি চৌধারী, জেলা পরিষদের সদস্য তথা জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী প্রমুখ।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জেলা শাসক ওয়াই রত্নাকর রাও বলেন ক্যানিং এ সি জে এম,ডাবু ট্যুরিজম কেন্দ্র, ক্যানিং নিউ বাসট্রামিন্যাল সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয় বিভাগীয় দফতরের আধিকারিকদের সঙ্গে।পাশাপাশি ক্যানিং মাতলা নদীর দু'পারে মহত্মা গাঁধী জাতীয় গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পের বৃক্ষ রোপনের কাজ চলছে।জব কার্ডের বেনিফিসারিরা এই কাজে যাতে বৃক্ষ পাট্রা পায় সেটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।