আসাম কান্ডের প্রতিবাদে ক্যানিং জুড়ে তৃণমূলের মহামিছিল
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|শুক্রবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা জুড়ে আসামে বাঙালি গন হত্যার প্রতিবাদে যুব তৃণমূলের ডাকে এক মহামিছিল বের হয়।এদিন ক্যানিং-১ ব্লকের মাতলা-১ ও ২,দিঘীরপাড় অঞ্চলে মহা মিছিলে পা মেলায় প্রায় ২০ হাজার তৃণমূল কর্মী সমর্থক।এদিন ক্যানিং বাসস্ট্যান্ডে দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায়।পাশাপাশি পেট্রোল কেরোসিন তেল,রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি,দৈনন্দিন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি প্রতিবাদে মহা মিছিল বের হয়।এদিনের মহামিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুশীল সরদার, ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা যুব তৃণমূলের ব্লক সভাপতি পরেশরাম দাস, মাতলা-২ প্রধান উত্তম দাস প্রমুখ।
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|শুক্রবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা জুড়ে আসামে বাঙালি গন হত্যার প্রতিবাদে যুব তৃণমূলের ডাকে এক মহামিছিল বের হয়।এদিন ক্যানিং-১ ব্লকের মাতলা-১ ও ২,দিঘীরপাড় অঞ্চলে মহা মিছিলে পা মেলায় প্রায় ২০ হাজার তৃণমূল কর্মী সমর্থক।এদিন ক্যানিং বাসস্ট্যান্ডে দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায়।পাশাপাশি পেট্রোল কেরোসিন তেল,রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি,দৈনন্দিন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি প্রতিবাদে মহা মিছিল বের হয়।এদিনের মহামিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুশীল সরদার, ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা যুব তৃণমূলের ব্লক সভাপতি পরেশরাম দাস, মাতলা-২ প্রধান উত্তম দাস প্রমুখ।