বাসন্তীর নফরগঞ্জে পালিত হল বিশ্ব মৎস্য দিবস।
সুন্দরবন মানে নোনা মাটি, নোনা জল, এর মধ্য দিয়ে সুন্দরবনের সাধারণ মানুষের দিন কাটছে মাছ কাঁকড়া ধরে।
সুন্দরবনের মানুষ এখনো বিপদের ঝুঁকি নিয়ে সাগরে যান মাছ ধরতে আবার কিছু পরিবার আছেন যারা গ্রামে থেকে নিজের পুকুরে মাছ চাষ শুরু করেছেন।
এদিন বাসন্তী ব্লকের নফরগঞ্জ অঞ্চলের বৈদ্যনাথ বিদ্যাপীঠে ভারত সরকারের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে পালিত হয় বিশ্ব মৎস্য দিবস। এলাকার মৎস্যচাষীদের উৎসাহ বাড়াতে এই দিনটিকে বিশেষ মর্যাদা দিচ্ছেন ভারত সরকারের মৎস্য দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক ডঃ প্রতাপ কুমার মুখোপাধ্যায়, বিজ্ঞানী নারায়ণ চন্দ্র সাহু,ডঃ স্বাগত ঘোষ, উদ্যোগী মৎস্যজীবি তপন মাইতি,পঞ্চায়েত সদস্য হারান মল্লিক, ওয়ার্ল্ড ভিষণ ইণ্ডিয়ার পক্ষ থেকে এডিপি ম্যানেজার কংসাই। এই অনুষ্ঠানে প্রায় ২৫০ জন মৎস্যজীবি উপস্থিত ছিলেন।উদ্যোগী মৎস্যজীবিদের পুরস্কার ও সম্মান জানানো হয়।
সুন্দরবন মানে নোনা মাটি, নোনা জল, এর মধ্য দিয়ে সুন্দরবনের সাধারণ মানুষের দিন কাটছে মাছ কাঁকড়া ধরে।
সুন্দরবনের মানুষ এখনো বিপদের ঝুঁকি নিয়ে সাগরে যান মাছ ধরতে আবার কিছু পরিবার আছেন যারা গ্রামে থেকে নিজের পুকুরে মাছ চাষ শুরু করেছেন।
এদিন বাসন্তী ব্লকের নফরগঞ্জ অঞ্চলের বৈদ্যনাথ বিদ্যাপীঠে ভারত সরকারের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে পালিত হয় বিশ্ব মৎস্য দিবস। এলাকার মৎস্যচাষীদের উৎসাহ বাড়াতে এই দিনটিকে বিশেষ মর্যাদা দিচ্ছেন ভারত সরকারের মৎস্য দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক ডঃ প্রতাপ কুমার মুখোপাধ্যায়, বিজ্ঞানী নারায়ণ চন্দ্র সাহু,ডঃ স্বাগত ঘোষ, উদ্যোগী মৎস্যজীবি তপন মাইতি,পঞ্চায়েত সদস্য হারান মল্লিক, ওয়ার্ল্ড ভিষণ ইণ্ডিয়ার পক্ষ থেকে এডিপি ম্যানেজার কংসাই। এই অনুষ্ঠানে প্রায় ২৫০ জন মৎস্যজীবি উপস্থিত ছিলেন।উদ্যোগী মৎস্যজীবিদের পুরস্কার ও সম্মান জানানো হয়।