ভাগবতপুর জঙ্গলে হরিণের মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি|পাথর প্রতিমা|সোমবার সকালে বনদফতরের বনকর্মীরা টহল দেওয়ার সময়ে জঙ্গলের ধারে একটি পূর্ন বয়স্ক মৃত হরিণ উদ্ধার করে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা ব্লকের ভাগবতপুর রেঞ্জর কুমির প্রকল্পের জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ভগবতপুর রেঞ্জর বনকর্মীরা কুমির প্রকল্পের জঙ্গল এলাকায় টহল দিচ্ছিল।সেই সময়ে বনকর্মীরা দেখতে পায় একটি পূর্ন বয়স্ক হরিণ জঙ্গলে ধারে পড়ে আছে।হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা প্রাণী হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা হরিণটি কে মৃত বলে ঘোষণা করে।প্রাথমিক ভাবে হরিণটিকে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় হরিণসটি কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিল।বন দফতর হরিনটিকে ময়না তদন্তের জন্য পশু হাসপাতালে পাঠায়।বন দফতর জানান বনকর্মীরা টহল দেওয়ার সময় জঙ্গলের ধারে একটি পূর্ন বয়স্ক হরিণ পড়ে থাকতে দেখে।হরিণ টি উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হরিণটিকে মৃত বলে ঘোষণা করে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হরিণটি অন্তঃসত্ত্বা ছিল।তবে কি ভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্টে সঠিক কারণ জানা যাবে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
নিজস্ব প্রতিনিধি|পাথর প্রতিমা|সোমবার সকালে বনদফতরের বনকর্মীরা টহল দেওয়ার সময়ে জঙ্গলের ধারে একটি পূর্ন বয়স্ক মৃত হরিণ উদ্ধার করে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা ব্লকের ভাগবতপুর রেঞ্জর কুমির প্রকল্পের জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ভগবতপুর রেঞ্জর বনকর্মীরা কুমির প্রকল্পের জঙ্গল এলাকায় টহল দিচ্ছিল।সেই সময়ে বনকর্মীরা দেখতে পায় একটি পূর্ন বয়স্ক হরিণ জঙ্গলে ধারে পড়ে আছে।হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা প্রাণী হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা হরিণটি কে মৃত বলে ঘোষণা করে।প্রাথমিক ভাবে হরিণটিকে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় হরিণসটি কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিল।বন দফতর হরিনটিকে ময়না তদন্তের জন্য পশু হাসপাতালে পাঠায়।বন দফতর জানান বনকর্মীরা টহল দেওয়ার সময় জঙ্গলের ধারে একটি পূর্ন বয়স্ক হরিণ পড়ে থাকতে দেখে।হরিণ টি উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হরিণটিকে মৃত বলে ঘোষণা করে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হরিণটি অন্তঃসত্ত্বা ছিল।তবে কি ভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্টে সঠিক কারণ জানা যাবে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।