পাথর প্রতিমাতে আগুনে ভস্মীভূত পাঠকাঠী, বাঁশ,সিমেন্টের গোডাউন,দোকান

পাথর প্রতিমাতে আগুনে ভস্মীভূত পাঠকাঠী, বাঁশ,সিমেন্টের গোডাউন,দোকান


নিজস্ব প্রতিনিধি|পাথর প্রতিমা|বুধবার বিকালে হঠাৎই পাঠকাঠী,বাঁশ,সিমেন্টের গোডাউনে আগুন লেগে গেলে আগুনে ভস্মীভূত হয়ে যায় গোডাউন সহ আরও ৩ টি দোকান।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা পাথর প্রতিমা থানার আড্ডির বাজার মিলন সেতু সংলগ্ন গান্ধী মার্কেট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গান্ধী মার্কেট বাঁশ, খড়ি, পাটকাঠি ও বিল্ডার্স দোকানের ব্যবসায়ী  স্থানীয় সুশান্ত হাজরার।এদিন বিকালে সাড়ে তিনটে নাগাদ হঠাৎ স্থানীয় বেশ কিছু মানুষজন দেখতে পায় পাঠকাঠী,সিমেন্ট ও বাঁশের গোডাউন আগুনে দাউ দাউ করে জ্বলছে।

তারা সঙ্গে সঙ্গে পাথর প্রতিমা থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে থানার ওসি নেতৃত্বে আসে বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের ২ টি ইঞ্জিন।আগুন ছড়িয়ে আরও ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে দমকলেল ২ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে আগুনে ভস্মীভূত হয়ে  কয়েক লক্ষ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয় ব্যবসায়ীদের।এমনকি আগুনে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।তবে কি আগুন লাগে তা এখন জানা যায়নি।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলের কর্মীরা।পুলিশ জানান একটি পাঠকাঠী গোডাউনে হঠাৎই আগুন লেগে যায়।সেই আগুন ছড়িয়ে বাঁশ ও সিমেন্টের গোডাউনে ও বেশ কটা দোকানে আগুন লেগে যায়।দমকলের ২ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কি ভাবে আগুন লাগে সে বিষয়ে জানা যায়নি।বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন