বাবার সাথে পিসির বাড়ীতে ভাই ফোটা নিতে যাচ্ছিল বাবা ও ছেলে। সেই সময় বাসন্তীর সুন্দর বন মোড়ের কাছে দুরঘটনা।গুরুত্বর আহত বাবা ও ছেলে।

বাবার সাথে পিসির বাড়ীতে ভাই ফোটা নিতে যাচ্ছিল বাবা ও ছেলে। সেই সময় বাসন্তীর সুন্দর বন মোড়ের কাছে দুরঘটনা।গুরুত্বর আহত বাবা ও ছেলে। 




দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার বাসন্তী ঝড়খালী রোডে সুন্দর স্কুলের কাছে একটি চাল বোঝাই লরী একটি সাইকেল আরোহী দেব্রবত মাইতি ও তার পুত্র সিদ্ধার্থ মাইতি কে ধাক্কা মারলে গুরুত্বর আহত হয়।

তাদের কে উদ্ধার করে প্রথমে বাসন্তীর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখান থেকে আশংকাজনক জনক ভাবে বাবা ও ছেলে কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।এই ঘটনায় বাসন্তী থানার পুলিশ গাড়ি ও চালককে আটক করে।

লরী টি বাসন্তী থেকে ঝড় খালীর দিকে যাচ্ছিল আর সাইকেল নিয়ে বাবা ও ছেলে বাসন্তীর দিকে আসছিল।তাদের দুইজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন