কৃষি কাজের মান বাড়াতে ঝড়খালীতে কৃষি মেলা।
নিজস্ব প্রতিনিধি | ঝড়খালী - দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার ঝড়খালী গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে শুরু হল কৃষি মেলা। এই মেলা চলবে ১৮ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। বাসন্তী ব্লক সহ কৃষি অধিকর্তার উদ্দ্যোগে এই মেলা আয়োজন করা হয়।
কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন চিন্তাহরণ মুদি - সহ কৃষি অধিকর্তা - প্রশাসন ( আলিপুর সদর মহকুমা ),সুরজিৎ রায় - সহ কৃষি অধিকর্তা - বিষয়বস্তু ( আলিপুর সদর মহকুমা ), মনোরঞ্জন কুমরী - সহ কৃষি অধিকর্তা সোনারপুর ব্লক, অভীক ঘোষ সহ কৃষি অধিকর্তা বাসন্তী ব্লক, কামালউদ্দিন লস্কর সভাপতি - বাসন্তী পঞ্চায়েত সমিতি, শৈবাল লাহিড়ী কর্মাধ্যক্ষ বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি দক্ষিণ ২৪ পরগণা জেলাপরিসদ।
মেলার প্রবেশ দ্বারের ফিতা কেটে ও প্রদীপ জালিয়ে মেলার শুভারম্ভ হয়। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের স্টল বসেছে। মেলার শুরুতেই এলাকার কৃষকদের ভীড় ও উৎসাহ দেখা গেছে। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিগান, ক্যুইজ, কৃষি আলোচনা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেখতে মেলায় ভীড় জমিয়েছে সকল স্তরের মানুষ।
সুন্দরবনের মাটিতে কৃষিজাত ফসলের উৎপাদন আগের থেকে অনেক বেড়েছে। উন্নত মানের বীজ ব্যবহার ও কৃষিকাজের পরামর্শ পেয়ে অনেক এগিয়ে গেছে কৃষকরা। আগামী দিনে কৃষকের ফলন ও আয় বাড়তে এই কৃষি মেলার খুব গুরুত্ব আছে বলে মনে করছেন বাসন্তী ব্লকের সহ কৃষি আধিকারিকরা।