পাথর প্রতিমায় সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে অনলাইন লাইভ প্রশিক্ষণ কর্মশালা

পাথর প্রতিমায় সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে অনলাইন লাইভ প্রশিক্ষণ কর্মশালা


নিজস্ব প্রতিনিধি|পাথর প্রতিমা|শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের জি-প্লটের বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুল ভবনে শুরু হল সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে প্রয়াস প্রকল্পে প্রযুক্তি ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা।যার সহযোগিতায় জি-প্লট গ্রাম পঞ্চায়েত ও এস ও ইউ এল।

আয়োজক সুন্দরবন পুলিশ জেলা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথর প্রতিমা কেন্দ্রের বিধায়ক সমীর জানা,আই জি সাউথ বেঙ্গল নিরাজ কুমার সিং,আই জি প্রেসিডেন্স রেঞ্জ ডাঃ রাজেস কুমার সিং,সুন্দরবন পুলিশ জেলার সুপার তথাগত বসু প্রমুখ।অনুষ্ঠানে বিধায়ক সমীর জানা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় সুন্দরবন জুড়ে উন্নয়নমূলক কাজ চলছে তা সকলেই দেখতে পাচ্ছে।বর্তমান যুগে দূরত্বটা কোন বাধাই নয়।

সব কিছু এখন হাতের মুঠোয়।তাই এই ব্লকে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে চালু হল বিশিষ্ট প্রশিক্ষণ দ্বারা বিশ্ব মানের অনলাইন লাইভ প্রশিক্ষণ।ফলে এখানকার ছেলে মেয়েরা বিভিন্ন দিকে উপকৃত হবে।প্রযুক্তি ভিত্তিক শিক্ষা লাভ করতে পারে।যা সুন্দরবনের গরীব এবং সর্বস্তরের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে।তিনি আরও বলেন এই প্রয়াস প্রকল্পের প্রযুক্তি ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা এখান ছেলে মেয়েদের এক নতুন  পথ দেখাবে।প্রথম পর্যায়ে ৩৬ জন ছাত্র ছাত্রী নিয়ে শুরু হল এই কর্মশালা।

আর এই অনলাইন লাইভ প্রশিক্ষণ কর্মশালা মাধ্যমে হাতের কাজ,ছবি আঁকা,চাকুরির পরীক্ষার প্রস্তুতি, ইংরাজী ও হিন্দিতে কথা বলা সহ একাধিক বিষয়ে শিক্ষা লাভ হবে ছাত্র ছাত্রীদের।সুন্দরবন জেলা পুলিশ সুপার তথাগত বসু বলেন সুন্দরবনের এই পাথর প্রতিমা ব্লকের জি-প্লটে শুরু হল প্রয়াস-প্রযুক্তি ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা।যার মাধ্যমে ছাত্র ছাত্রীরা অনলাইন লাইভ শিক্ষা লাভ পাবে।কিভাবে অনলাইনে কাজ করতে হয় সে বিষয়ে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে।ফলে উপকৃত হবে বহু গরীব ছেলে মেয়েরা।এদিনের প্রশিক্ষণ কর্মশালা ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন