ক্যানিং হাটপুকুরিয়া অঞ্চলে দুষ্কৃতীদের গুলিতে খুন এক ব্যক্তি

ক্যানিং হাটপুকুরিয়া অঞ্চলে  দুষ্কৃতীদের গুলিতে খুন এক ব্যক্তি 


নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|রবিবার রাতে মোটরবাইক করে বাড়ি  যাওয়ার সময় বেশ কয়েক দুষ্কৃতী গুলি ছুঁড়লে গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম নাজিরুদ্দিন সরদার (৩০)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার খেজুরতলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাটপুকুরিয়া অঞ্চলের তেঁতুলবেড়িয়া এলাকার বাসিন্দা নাজিরুদ্দিন সরদার সহ আরো ২ জন মিলে মোটরবাইক করে বাড়ি ফিরছিল।সেই সময় সাত আট জন দুষ্কৃতী মোটরবাইক দাঁড় করিয়ে নাজিরুদ্দিন সরদারকে রাস্তায় নামিয়ে গুলি করে দুষ্কৃতীরা।ভাব খারাপ দেখে দুষ্কৃতীরা চম্পট দেয়।স্থানীয় বেশ কিছু মানুষজন দেখতে পেয়ে জখমকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা নাজিরুদ্দিন সরদার কে মৃত বলে ঘোষনা করে।এদিকে মৃতের পরিবারের সদস্যরা দাবি করে নাজিরুদ্দিন সরদার তৃণমূলের কর্মী ছিল।তবে এ বিষয়ে ক্যানিং-১ ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মধ্যক্ষ শৈবাল লাহিড়ী বলেন দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে নাজিরুদ্দিন সরদারের এমন খবর পাওয়া গেছে।মৃত ব্যক্তি কখনও তৃণমূলের সঙ্গে যুক্ত নয়।মৃত নাজিরুদ্দিন সরদার একজন সমাজ বিরোধী ছিল।সমাজ বিরোধী কার্যকলাপের জন্য পুলিশ নাজিরুদ্দিন সরদার কে খুঁজ ছিল।নাজিরুদ্দিন সরদারের নামে অসামাজিক কাজকর্মের জন্য বহু অভিযোগ থানায় আছে।তবে যে কোন মৃত্যু দুঃখজনক বেদনাদায়ক।মৃত নাজিরুদ্দিন সরদার তৃণমূলের কেউ ছিল না।এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানান দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়।বিষটি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন