বাসন্তীতে পথ দূর্ঘটনা, আহত স্কুল ছাত্র।
নিজস্ব প্রতিনিধি | বাসন্তী | ৩ ডিসেম্বর - দক্ষিন ২৪ পরগণা জেলার বাসন্তী থানার সোনাখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দুই স্কুল পড়ুয়া স্কুলে আশার পথে বাসন্তীর দিকে যাওয়া একটি বোলোরো গাড়ী ছাত্রদের ধাক্কা মারেন। নিত্যানন্দ সরকার নামের তৃতীয় শ্রেণীর ছাত্র গুরুতর আহত হয়ে পরেন।ছাত্রটির মাথায় ও পায়ে চোট লাগে। নাক দিয়ে রক্ত ক্ষরণ ও হয়।স্কুলের শিক্ষক তপন মাইতির তৎপরতায় ছাত্রটিকে ক্যানিং মহকুমা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। বর্তমানে ছাত্রটি চিকিৎসাধীন।