উস্তিতে বিজেপির গনতন্ত্র বাঁচাও জনসভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

উস্তিতে বিজেপির গনতন্ত্র বাঁচাও জনসভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 


নিজস্ব প্রতিনিধি|উস্তি|রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট-১ ব্লকের উস্তির হাইস্কুল মাঠে জেলা বিজেপির ডাকে গনতন্ত্র বাঁচাও সমর্থনে এক জনসভার আয়োজন হয়।এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি কমিটির সহ সভাপতি মাফুজা খাতুন,জেলা পূর্ব বিজেপি সভাপতি ও সহ সভাপতি অভিজিৎ দাস, সুফুল ঘাঁটু প্রমূখ।জনসভায় রাজ্য বিজেপি সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গুলো এখন বোমা কারখানায় পরিনত হয়েছে সেজন্য মানুষ দলে দলে বিজেপিতে যোগদান করছে।

 অপেক্ষা করুন নতুন বছরে নতুন বিজেপিকে দেখবে মানুষ।তিনি বিজেপির রথ যাত্রা বিষয়ে বলেন আগামীকাল সোমবার কোর্টে দিন আছে কি হয় দেখা যাক। রথকে নিয়ে যতদূর যেতে হয় আমরা যাবো কোর্ট কি রায় দেয় দেখি।এ রাজ্যে গনতন্ত্র বিপন্ন, এই গণতন্ত্র বাঁচাতে দরকার হলে বিজেপির কর্মীদের নিয়ে মাঠে নামবো।রাজ্য বিজেপি সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ আরও বলেন বিজেপির  সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন এরাজ্যে ২২ টি আসন পেতে হবে আমি বলছি ২২ নয় ৩৩ টি  আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হবো আগামী ২০১৯ লোকসভা নির্বাচনে। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এরাজ্যের শাসক দলের বহু নেতা কর্মীরা বিজেপিতে আসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে চলেছে। তাই অপেক্ষা করুন ২০১৯ আগে অনেক নতুন কিছু দেখতে পাবে।এদিন জনসভায় প্রায় ৪০০ জন কংগ্রেস, সিপিএম ও তৃণমূলের কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে।যোগদানকারীদের হাতে বিজেপি দলীয় পতকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন