সুন্দরবনে জলপথে অভিযান চালিয়ে আটক ২ টি বাংলাদেশের ট্রলার,উদ্ধার কয়েক কোটি টাকার পোষাক
পাথর প্রতিমা|বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতে দীর্ঘশ্বাস গুলির লড়াইয়ের পর কলকাতা কাস্টমস আটক করল চোরা কারবারিদের ২ টি বাংলাদেশী ট্রলার।আর ট্রলার থেকে তারা উদ্ধার করে ৩০০ টি বাগ থেকে কয়েক কোটি টাকার বস্ত্র পোষাক।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা এলাকায়।স্থানীয় ও কাস্টমস সূত্রে জানা গিয়েছে দীর্ঘ মাস ধরে বাংলাদেশী চোরা কারবারিরা জলপথে মালপত্র পাচার করছিল গোপনে।আর এই খবর গোপনে পেয়ে রাজ্যের কলকাতা কাস্টমসের প্রিভেন্টিভ অ্যান্ড ইন্টেলিজেন্স ক্যাট-১ ও ক্যাট-২ মেরিন ভেসেলে করে এবং হাই পাওয়ার লাইট নিয়ে জলপথে অভিযান চালায় গত ১৬ জানুয়ারি রাতে।কাস্টমস বাহিনী নামখানা থেকে বাংলাদেশী ট্রলার ২ টি তাড়া করে।ট্রলার ২ টি বনশ্যামনগর হয়ে রামগঙ্গা নদীর দিকে চলে যায়।আর সেই সময় চলে কাস্টমসদের সঙ্গে চোরা কারবারিদের রুদ্ধশ্বাস গুলির লড়াই।ভাব খারাপ দেখে চোরা কারবারিরা ট্রলার ২ টি ফেলে তারা গুলি চালাতে চালাতে জঙ্গলের খাঁড়িতে ঢুকে যায়।কাস্টমস বাংলাদেশী ট্রলার ২ টি আটক করে।২ টি ট্রলার থেকে কাস্টমস ৩০০ টি বাগ থেকে কয়েকশো কোটি টাকার বস্ত্র পোষাক উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে উঠে আসে ট্রাক করে গুজরাটের সুরাট থেকে পোষাকগুলি আসে।আর এই পোষাক গুলি বাংলাদেশর ট্রলারে করে বাংলাদেশে যাচ্ছিল চোরা পথে।তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।এই ঘটনায় সুন্দরবন জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে বড় ধরনের সাফল্য পেল কলকাতা কাস্টমস পি আর ই ভি।রাজ্যের কলকাতা কাস্টমস পি আর ই ভি কমিশনার দীপ সেখর সাংবাদিক সম্মেলন করে বলেন সুন্দরবনের পাথর প্রতিমা জোনের রামগঙ্গ নদীতে চোরা কারবারিদের সঙ্গে কাস্টমস বাহিনী গুলির লড়াই চলে গোপন সূত্রে খবর পেয়ে জলপথে অভিযান চালানোর সময়।চোরা কারবারিরা ২ টি ট্রলার ফেলে গুলি চালাতে চালাতে খাঁড়ি তে নেমে জঙ্গলে ঢুকে যায়।বাংলাদেশী ট্রলার ২ টি থেকে ৩০০ টি বাগ উদ্ধার হয়।আর সেই বাগ থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকার মূল্যবান বস্ত্র।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।চলতে এখনও অভিযান।
পাথর প্রতিমা|বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতে দীর্ঘশ্বাস গুলির লড়াইয়ের পর কলকাতা কাস্টমস আটক করল চোরা কারবারিদের ২ টি বাংলাদেশী ট্রলার।আর ট্রলার থেকে তারা উদ্ধার করে ৩০০ টি বাগ থেকে কয়েক কোটি টাকার বস্ত্র পোষাক।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা এলাকায়।স্থানীয় ও কাস্টমস সূত্রে জানা গিয়েছে দীর্ঘ মাস ধরে বাংলাদেশী চোরা কারবারিরা জলপথে মালপত্র পাচার করছিল গোপনে।আর এই খবর গোপনে পেয়ে রাজ্যের কলকাতা কাস্টমসের প্রিভেন্টিভ অ্যান্ড ইন্টেলিজেন্স ক্যাট-১ ও ক্যাট-২ মেরিন ভেসেলে করে এবং হাই পাওয়ার লাইট নিয়ে জলপথে অভিযান চালায় গত ১৬ জানুয়ারি রাতে।কাস্টমস বাহিনী নামখানা থেকে বাংলাদেশী ট্রলার ২ টি তাড়া করে।ট্রলার ২ টি বনশ্যামনগর হয়ে রামগঙ্গা নদীর দিকে চলে যায়।আর সেই সময় চলে কাস্টমসদের সঙ্গে চোরা কারবারিদের রুদ্ধশ্বাস গুলির লড়াই।ভাব খারাপ দেখে চোরা কারবারিরা ট্রলার ২ টি ফেলে তারা গুলি চালাতে চালাতে জঙ্গলের খাঁড়িতে ঢুকে যায়।কাস্টমস বাংলাদেশী ট্রলার ২ টি আটক করে।২ টি ট্রলার থেকে কাস্টমস ৩০০ টি বাগ থেকে কয়েকশো কোটি টাকার বস্ত্র পোষাক উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে উঠে আসে ট্রাক করে গুজরাটের সুরাট থেকে পোষাকগুলি আসে।আর এই পোষাক গুলি বাংলাদেশর ট্রলারে করে বাংলাদেশে যাচ্ছিল চোরা পথে।তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।এই ঘটনায় সুন্দরবন জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে বড় ধরনের সাফল্য পেল কলকাতা কাস্টমস পি আর ই ভি।রাজ্যের কলকাতা কাস্টমস পি আর ই ভি কমিশনার দীপ সেখর সাংবাদিক সম্মেলন করে বলেন সুন্দরবনের পাথর প্রতিমা জোনের রামগঙ্গ নদীতে চোরা কারবারিদের সঙ্গে কাস্টমস বাহিনী গুলির লড়াই চলে গোপন সূত্রে খবর পেয়ে জলপথে অভিযান চালানোর সময়।চোরা কারবারিরা ২ টি ট্রলার ফেলে গুলি চালাতে চালাতে খাঁড়ি তে নেমে জঙ্গলে ঢুকে যায়।বাংলাদেশী ট্রলার ২ টি থেকে ৩০০ টি বাগ উদ্ধার হয়।আর সেই বাগ থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকার মূল্যবান বস্ত্র।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।চলতে এখনও অভিযান।