ঘুটিয়ারি শরিফে গৃহবধূ খুন গ্রেফতার ৪ জন
জীবনতলা|শনিবার এক গৃহবধূ কে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির ওসি মধুসূদন পালের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে মৃত গৃহবধূ স্বামী সহ আরও ৩ জন কে গ্রেফতার করে পুলিশ।মৃত গৃহবধূর নাম রহিদা বিবি(২৬)।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের গাঁথি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাঁথি গ্রামের বাসিন্দা মাসিম দেওয়ানের সঙ্গে বারুইপুরের দক্ষিন সাহাপুর গ্রামের বাসিন্দা রহিদা বিবি বিয়ে হয় আট বছর আগে।মাসিম দেওয়ানের একটা ছোটখাটো মুদির দোকান আছে।আর এই দোকান থেকে যা আয় হয় তা দিয়ে তার সংসার চলে কোনমতে।দাম্পত্য জীবনে তাদের প্রথম পুত্র সন্তান জন্ম নেই।এরপর তাদের ৩ টি কন্যা সন্তান হয়।আর পর পর এই তিনটি কন্যা সন্তান জন্ম হওয়ায় বিবাদ শুরু হয় রাহিদা বিবি সঙ্গে তার স্বামী মাসিম দেওয়ানের।১০ দিন আগে রাহিদা বিবি একটি কন্যা সন্তানের জন্ম দেয়।আর এই কন্যা সন্তান কে জন্ম দেওয়া নিয়ে শুরু হয় তাদের মধ্যে সাংসারিক অশান্তি।গত ১১ ডিসেম্বর রাতে এই অশান্তি চরমে উঠলে শ্বাসরোধ করে খুন করা রাহিদা বিবিকে এমনি অভিযোগ।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ ঘর থেকে গৃহবধূর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়।মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা এ বিষয়ে খুনের অভিযোগ করে ৬ জনের বিরুদ্ধে।তাদের অভিযোগ পর পর তিনটে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য রহিদা বিবি কে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।অভিযোগ পেয়ে ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির ওসি মধুসূদন পালের নেতৃত্বে পুলিশ টিম তৎপরতার সাথে হানা দিয়ে মৃত গৃহবধূর স্বামী মাসিম দেওয়ান সহ আরও ৩ জনকে গ্রেফতার করে।বাকী ২ জনের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।পুলিশ জানান এক গৃহবধূর দেহ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।বাকী ২ জনের খোঁজ চলছে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।তবে কি কারণে মৃত্যু সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
জীবনতলা|শনিবার এক গৃহবধূ কে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির ওসি মধুসূদন পালের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে মৃত গৃহবধূ স্বামী সহ আরও ৩ জন কে গ্রেফতার করে পুলিশ।মৃত গৃহবধূর নাম রহিদা বিবি(২৬)।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের গাঁথি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাঁথি গ্রামের বাসিন্দা মাসিম দেওয়ানের সঙ্গে বারুইপুরের দক্ষিন সাহাপুর গ্রামের বাসিন্দা রহিদা বিবি বিয়ে হয় আট বছর আগে।মাসিম দেওয়ানের একটা ছোটখাটো মুদির দোকান আছে।আর এই দোকান থেকে যা আয় হয় তা দিয়ে তার সংসার চলে কোনমতে।দাম্পত্য জীবনে তাদের প্রথম পুত্র সন্তান জন্ম নেই।এরপর তাদের ৩ টি কন্যা সন্তান হয়।আর পর পর এই তিনটি কন্যা সন্তান জন্ম হওয়ায় বিবাদ শুরু হয় রাহিদা বিবি সঙ্গে তার স্বামী মাসিম দেওয়ানের।১০ দিন আগে রাহিদা বিবি একটি কন্যা সন্তানের জন্ম দেয়।আর এই কন্যা সন্তান কে জন্ম দেওয়া নিয়ে শুরু হয় তাদের মধ্যে সাংসারিক অশান্তি।গত ১১ ডিসেম্বর রাতে এই অশান্তি চরমে উঠলে শ্বাসরোধ করে খুন করা রাহিদা বিবিকে এমনি অভিযোগ।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ ঘর থেকে গৃহবধূর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়।মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা এ বিষয়ে খুনের অভিযোগ করে ৬ জনের বিরুদ্ধে।তাদের অভিযোগ পর পর তিনটে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য রহিদা বিবি কে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।অভিযোগ পেয়ে ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির ওসি মধুসূদন পালের নেতৃত্বে পুলিশ টিম তৎপরতার সাথে হানা দিয়ে মৃত গৃহবধূর স্বামী মাসিম দেওয়ান সহ আরও ৩ জনকে গ্রেফতার করে।বাকী ২ জনের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।পুলিশ জানান এক গৃহবধূর দেহ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।বাকী ২ জনের খোঁজ চলছে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।তবে কি কারণে মৃত্যু সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।