নামখানায় লরি পুকুরে পড়ে মৃত্যু চালকের

সুন্দরবন  TV

নামখানায় লরি পুকুরে পড়ে মৃত্যু চালকের


নিজস্ব প্রতিনিধি | সোমবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট ভর্তি লরি রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে মৃত্যু হয় লরি চালকের।মৃত চালকের নাম অমিত মাইতি।তার বাড়ি কাকদ্বীপে।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার নামখানা থানার শাসমল বাঁধ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে হাতানিয়া দোয়ানিয়া নদীতে নারায়ণপুরের জেটিঘাট থেকে প্রথম ভেসেলে পার হয়ে একটি সিমেন্ট বোঝাই লরি নামখানায় যায়।

এরপর লরিটি নামখানা থেকে বকখালির দিকে যাওয়ার।সেই সময় শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের শাসমল বাঁধের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিচ রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়।স্থানীয় বেশ কিছু বাসিন্দারা দেখতে পেয়ে উদ্ধার কাজে হাত লাগান।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ একটি ক্রেন নিয়ে আসে।ক্রেনের সাহায্য লরিটি উদ্ধার করে এবং লরি ভিতর থেকে চালকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ জানান একটি সিমেন্ট ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পরে গেলে লরি চালকের মৃত্যু হয়।দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে কি কিভাবে এই ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।লরিটি উদ্ধার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন