ক্যানিং-১ ব্লকে মৎস্য বিতরন

সুন্দরবন TV

ক্যানিং-১ ব্লকে মৎস্য বিতরন 


নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|বৃহস্পতিবার দুপুরে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং-১ বিডিও অফিস প্রাঙ্গণে ১৩,৫০০ টি বিভিন্ন প্রজাতির চার মাছ মৎস্যজীবীদের হাতে তুলে দেন ক্যানিং-১ বিডিও নীলাদ্রি শেখর দে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং-১ ব্লক মৎস্য আধিকারিক অরুন কুমার দেব,পঞ্চায়েত অডিট অফিসার পায়েল বারিক,মৎস্য কর্মাধ্যক্ষ সুলেখা হালদার,কৃষি কর্মাধ্যক্ষ শুভ্রচাঁদ নস্কর প্রমূখ।এদিন ক্যানিং-১ ব্লক মৎস্য আধিকারিক অরুন কুমার দেব বলেন জল ধরো জল ভরো প্রকল্পে ১০০ দিনের কাজে যে সব জর্ব কার্ডের বেনিফিসারিরা পুকুর খনন করেছিলেন,তাদের মধ্যে প্রথম পর্যায়ে ১৮ টি ইউনিট কে বিভিন্ন প্রজাতির মিষ্টি জলের মাছের চারা ও চুন তুলে দেওয়া হল।

এক একটি ইউনিটকে ৭৫০ টি করে রুই, কাতলা,মৃগেল সহ বিভিন্ন প্রজাতির চারা মাছ দেওয়া হয়।এর ফলে উপকৃত হবে মৎস্যজীবীরা।আগামী দিনে মাছের খাবার তুলে দেওয়া হবে মৎস্যজীবীদের।প্রথম পর্যায়ে ২ হেক্টরে ১৮ জনকে ভাগ করে দেওয়া হল।এদিনের অনুষ্ঠানে   মৎস্যজীবীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন