সুন্দরবন TV
ঝড়খালী অঞ্চল জুড়ে পালিত হল সাধারণ তন্ত্র দিসব।
পলাশ তরফদার |ঝড়খালী | প্রজাতন্ত্র দিনই যেনো সবকিছু বেদনা ভুলিয়ে দিলো সুন্দরবনের মানুষের। সুন্দরবনের মানুষ মানে নোনা জল আর কাদা মাটি গায়ে মাখা খেটে খাওয়া মানুষ। ২৬ জানুয়ারী সেই সব মানুষের মুখে হাসি ফুটিয়ে দিলো।সুন্দরবনের ঝড়খালী অঞ্চলের স্কুল, ক্লাব,পাড়ার মোড়ে, গ্রাম পঞ্চায়েত অফিস এছাড়াও বিভিন্ন জায়গায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। সকল স্তরের মানুষের উপস্থিতিতে ঝড়খালীর চিত্র বদলে গেলো।
অন্যদিকে সেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিষণ ইণ্ডিয়ার উদ্যোগে বিভিন্ন জায়গায় শিশুদের নিয়ে চলে নানান অনুষ্ঠান। গল্পের মাধ্যমে শিশুদের শেখানো হয় কিভাবে তারা তাদেএ স্বপ্ন সত্যি করবে। শিশুরাও আজ খুব আনন্দের সাথে প্রজাতন্ত্র দিবস পালন করলেন।
দেখুন ভিডিও
ঝড়খালী অঞ্চল জুড়ে পালিত হল সাধারণ তন্ত্র দিসব।
পলাশ তরফদার |ঝড়খালী | প্রজাতন্ত্র দিনই যেনো সবকিছু বেদনা ভুলিয়ে দিলো সুন্দরবনের মানুষের। সুন্দরবনের মানুষ মানে নোনা জল আর কাদা মাটি গায়ে মাখা খেটে খাওয়া মানুষ। ২৬ জানুয়ারী সেই সব মানুষের মুখে হাসি ফুটিয়ে দিলো।সুন্দরবনের ঝড়খালী অঞ্চলের স্কুল, ক্লাব,পাড়ার মোড়ে, গ্রাম পঞ্চায়েত অফিস এছাড়াও বিভিন্ন জায়গায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। সকল স্তরের মানুষের উপস্থিতিতে ঝড়খালীর চিত্র বদলে গেলো।
অন্যদিকে সেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিষণ ইণ্ডিয়ার উদ্যোগে বিভিন্ন জায়গায় শিশুদের নিয়ে চলে নানান অনুষ্ঠান। গল্পের মাধ্যমে শিশুদের শেখানো হয় কিভাবে তারা তাদেএ স্বপ্ন সত্যি করবে। শিশুরাও আজ খুব আনন্দের সাথে প্রজাতন্ত্র দিবস পালন করলেন।