বাসন্তীতে নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের

সুন্দরবন TV

বাসন্তীতে নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের


নিজস্ব প্রতিনিধি |   বাসন্তী|রবিবার রাতে মেলা চলাকালীন একটি চলন্ত ইলেকট্রিক নাগর দোলা থেকে মাটিতে পড়ে গেলে মৃত্যু হয় এক যুবকের।মৃত যুবকের নাম সাইদুল গাজী(২৮)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার সোনাখালী এলাকার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোনাখালি এলাকায় চলছিল সুন্দরবন মিলন মেলা।মেলা শুরু হয় ২৬ জানুয়ারি এবং মেলা শেষ ছিল ৪ ফেব্রুয়ারি।  মেলায় হরেক রকম দোকানপাট বসেছিল।পাশাপাশি ছিল নাগর দোলা।এদিন মেলায় আসে সাইদুল গাজী নামে এক যুবক।সে মেলায় একটি ইলেকট্রিক নাগর দোলায় উঠে।নাগর দোলাটি যখন ঘুরছে তখন হঠাৎই উপর থেকে নিচে পড়ে যায় সাইদুল গাজী।মেলায় আসা লোকজন বিষয়টি দেখে হতবাক হয়ে যায়।জখম সাইদুল গাজীকে  উপস্থিত মানুষজন তড়িঘড়ি  উদ্ধার করে বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ রাতেই মেলা বন্ধ করে দেয়।দেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পাশাপাশি এটা দুর্ঘটনা না অন্য কোন কারণ আছে এর পিছনে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানান একটি মেলা চলাকালীন নাগর দোলা থেকে এক ব্যক্তি মাটিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।তবে কি ভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন