সুন্দরবন TV
বাসন্তীতে প্রতিবন্ধীদের সরঞ্জম বিতরণ
বাসন্তী|শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে ৫২০ জন প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন প্রতিবন্ধীদের সরঞ্জম তুলে দেন জয়নগর(তপঃ)কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল নস্কর।এদিনের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাসন্তী বিডিও কল্লোল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর,জেলা পরিষদের সদস্য খান জিয়ারুল হক প্রমূখ।এদিনের অনুষ্ঠানে সাংসদ প্রতিমা মন্ডল নস্কর বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় ৫২০ জন প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জম তুলে দেওয়া হল।
বিশেষ করে উইল চেয়্যার,কানের ম্যাসিন,সেন্টার স্টিক,বেলকেন,স্কার্ক,এম আই ই এস প্রমূখ প্রতিবন্ধীদের সরঞ্জম তুলে দেওয়া হয়।ফলে উপকৃত হবে প্রতিবন্ধীরা।এই ব্লকে ২৯,২৫,৫৫৬ টাকা ব্যয়ে এই সরঞ্জম তুলে দেওয়া হল।তিনি আরও বলেন ইতিমধ্যে জয়নগর বিধানসভা কেন্দ্রে ৫১,১৯,২০৪ টাকা ব্যয়ে ৮১৬ জন প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জম তুলে দেওয়া হয়েছে।আগামী দিনে ক্যানিং-১ ও গোসাবা ব্লকে ৮৬০ জন প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জম তুলে দেওয়া হবে।জেলা পরিষদের সদস্য খান জিয়ারুল হক বলেন জয়নগর,বাসন্তী,গোসাবা,ক্যানিং পশ্চিম বিধানসভা গুলিতে মোট ২১৯৬ জন প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জম তুলে দেওয়া হচ্ছে ১,২৯,১৩,৫২৩ টাকা ব্যয়ে।ফলে সুন্দরবনের অসহায় প্রতিবন্ধীরা খুবই উপকৃত হবে।মিনিস্টি অফ সোশ্যাল জাস্টিস প্রকল্পে প্রতিবন্ধীদের সরঞ্জম তুলে দেওয়া হল প্রতিবন্ধীদের বাসন্তী ও জয়নগর বিধানসভা কেন্দ্রে।আগামী দিনে গোসাবা ও ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রতিবন্ধীদের সরঞ্জম তুলে দেওয়া হবে।এদিন প্রতিবন্ধীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।
বাসন্তীতে প্রতিবন্ধীদের সরঞ্জম বিতরণ
বাসন্তী|শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে ৫২০ জন প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন প্রতিবন্ধীদের সরঞ্জম তুলে দেন জয়নগর(তপঃ)কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল নস্কর।এদিনের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাসন্তী বিডিও কল্লোল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর,জেলা পরিষদের সদস্য খান জিয়ারুল হক প্রমূখ।এদিনের অনুষ্ঠানে সাংসদ প্রতিমা মন্ডল নস্কর বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় ৫২০ জন প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জম তুলে দেওয়া হল।
বিশেষ করে উইল চেয়্যার,কানের ম্যাসিন,সেন্টার স্টিক,বেলকেন,স্কার্ক,এম আই ই এস প্রমূখ প্রতিবন্ধীদের সরঞ্জম তুলে দেওয়া হয়।ফলে উপকৃত হবে প্রতিবন্ধীরা।এই ব্লকে ২৯,২৫,৫৫৬ টাকা ব্যয়ে এই সরঞ্জম তুলে দেওয়া হল।তিনি আরও বলেন ইতিমধ্যে জয়নগর বিধানসভা কেন্দ্রে ৫১,১৯,২০৪ টাকা ব্যয়ে ৮১৬ জন প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জম তুলে দেওয়া হয়েছে।আগামী দিনে ক্যানিং-১ ও গোসাবা ব্লকে ৮৬০ জন প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জম তুলে দেওয়া হবে।জেলা পরিষদের সদস্য খান জিয়ারুল হক বলেন জয়নগর,বাসন্তী,গোসাবা,ক্যানিং পশ্চিম বিধানসভা গুলিতে মোট ২১৯৬ জন প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সরঞ্জম তুলে দেওয়া হচ্ছে ১,২৯,১৩,৫২৩ টাকা ব্যয়ে।ফলে সুন্দরবনের অসহায় প্রতিবন্ধীরা খুবই উপকৃত হবে।মিনিস্টি অফ সোশ্যাল জাস্টিস প্রকল্পে প্রতিবন্ধীদের সরঞ্জম তুলে দেওয়া হল প্রতিবন্ধীদের বাসন্তী ও জয়নগর বিধানসভা কেন্দ্রে।আগামী দিনে গোসাবা ও ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রতিবন্ধীদের সরঞ্জম তুলে দেওয়া হবে।এদিন প্রতিবন্ধীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।