সুন্দরবন TV
ঝড়খালীর পড়ুয়ারা ২১১ ফুটের তেরঙ্গা পতাকা নিয়ে শ্রদ্ধা জানালেন পুলওয়ামায় নিহত জওয়ানদের উউদ্দেশ্যে।
পুলওমার শহীদ জওয়ানদের স্মরণে ২১১ ফুটের তেরঙ্গা পতাকা নিয়ে পথে নামলেন ঝড়খালীর মানুষ। দক্ষিণ ২৪ পরগণার ঝড়খালীর খনগেন্দ্রনাথ স্মৃতি মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও শহীদ নগর শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন এবং গ্রামের যুবকদের সহযোগীতায় র্যালি বের করা হয়।
পার্বতীপুর থেকে ঝড়খালী পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে তেরঙ্গা পতাকা কাধে নিয়ে শ্রদ্ধা জানান বীর জওয়ানদের।গ্রামের মানুষের মধ্যে জাতীয়তা বোধ জাগিয়ে তুলতে এই র্যালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকেরা।
ঝড়খালীর পড়ুয়ারা ২১১ ফুটের তেরঙ্গা পতাকা নিয়ে শ্রদ্ধা জানালেন পুলওয়ামায় নিহত জওয়ানদের উউদ্দেশ্যে।
পুলওমার শহীদ জওয়ানদের স্মরণে ২১১ ফুটের তেরঙ্গা পতাকা নিয়ে পথে নামলেন ঝড়খালীর মানুষ। দক্ষিণ ২৪ পরগণার ঝড়খালীর খনগেন্দ্রনাথ স্মৃতি মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও শহীদ নগর শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন এবং গ্রামের যুবকদের সহযোগীতায় র্যালি বের করা হয়।
পার্বতীপুর থেকে ঝড়খালী পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে তেরঙ্গা পতাকা কাধে নিয়ে শ্রদ্ধা জানান বীর জওয়ানদের।গ্রামের মানুষের মধ্যে জাতীয়তা বোধ জাগিয়ে তুলতে এই র্যালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকেরা।