সুন্দরবন TV
মথুরাপুরে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু তৃণমূলের কর্মী
নিজস্ব প্রতিনিধি| মথুরাপুর|বুধবার সকালে বেশ কয়েকজন দুষ্কৃতী গুলি বোমা ছোঁড়লে মৃত্যু হয় এক তৃণমূলের সক্রিয় কর্মী।মৃত তৃণমূলের সক্রিয় কর্মীর নাম সানোয়ার মোল্লা(৪৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের মথুরাপুর থানার কালিকাপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামের বাসিন্দা সানোয়ার মোল্লা তৃণমূলের সক্রিয় কর্মী।কালিকাপুর গ্রামে সুন্দরবন উন্নয়ন পর্ষদ দফতর থেকে হালদারপাড়া থেকে দক্ষিণ পাড়ায় ক্রংকিটের ঢালাই রাস্তার কাজ শুরু হয়l।গত ১৯ ফেব্রুয়ারি সিপিএমের বেশ কিছু স্থানীয় নেতারা এই রাস্তাটা অন্য দিকে নিয়ে যাবার চেষ্টা করেন lআর তখনি বাধা দেন তৃনমূলের সক্রিয় কর্মী সারোয়ার মোল্লা।ফলে বচসা বেঁধে যায় উভয় পক্ষের মধ্যে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।পরের দিন সকালে তৃণমূলের কর্মী সানোয়ার মোল্লা কাজ কর্ম করার জন্য বাড়ি থেকে বাইরে বের হয়েছে।সেই সময় সানোয়ার মোল্লাকে লক্ষ্য করে সিপিএমের বেশ কয়েকজন দুষ্কৃতী গুলি ছোঁড়ে,বোমা ছুৃঁড়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।মাটিতে লুঠিয়ে পড়ে সানোয়ার মোল্লা।স্থানীয় মানুষজন এবং তার পরিবারের সদস্যরা সানোয়ার মোল্লাকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে যায়।সেখানে তার অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থান্তরিত করে।সেখানে তার অবস্থা অবনতি হলে চিকিৎসকরা কলকাতা হাসপাতালে স্থান্তরিত করে।সানোয়ার মোল্লাকে কলকাতা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।আর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে পড়ে মৃতের বাবা জহরুল হক মোল্লা সহ তার পরিবারের সদস্যরা।এলাকায় নেমে আসে শোকের ছায়া।এ বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা থানায় খুনের অভিযোগ দায়ের করে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে মন্দিরবাজার কেন্দ্রের বিধায়ক জয়দেব হালদার বলেন সানোয়ার মোল্লা তৃণমূলের সক্রিয় কর্মী।সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা করে খুন করেছে।এ বিষয়ে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য।মৃতের পরিবারের পাশে দল আছে এবং সব ধরনের সহযোগিতা করা হবে।যে কোন মৃত্যু দুঃখজনক।এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।এদিকে পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে।বাকীদের খোঁজে চলছে চিরুনী তল্লাশি।এদিকে সিপিএমের পক্ষ থেকে জানানএই ঘটনার পিছনে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব দায়ী lতৃণমূল রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে।পুলিশ নিরপেক্ষ তদন্ত করে প্রকৃক দোষীদের গ্রেফতার করে আইনী ব্যবস্থা নিক।জেলা পুলিশ সুপার তথাগত বসু বলেন একটি রাস্তা নির্মান কে কেন্দ্র করে গ্রামে গন্ডোগোল।দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে lচলছে পুলিশি টহলদারি।পরিস্থিতি স্বাভাবিক।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
মথুরাপুরে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু তৃণমূলের কর্মী
নিজস্ব প্রতিনিধি| মথুরাপুর|বুধবার সকালে বেশ কয়েকজন দুষ্কৃতী গুলি বোমা ছোঁড়লে মৃত্যু হয় এক তৃণমূলের সক্রিয় কর্মী।মৃত তৃণমূলের সক্রিয় কর্মীর নাম সানোয়ার মোল্লা(৪৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের মথুরাপুর থানার কালিকাপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামের বাসিন্দা সানোয়ার মোল্লা তৃণমূলের সক্রিয় কর্মী।কালিকাপুর গ্রামে সুন্দরবন উন্নয়ন পর্ষদ দফতর থেকে হালদারপাড়া থেকে দক্ষিণ পাড়ায় ক্রংকিটের ঢালাই রাস্তার কাজ শুরু হয়l।গত ১৯ ফেব্রুয়ারি সিপিএমের বেশ কিছু স্থানীয় নেতারা এই রাস্তাটা অন্য দিকে নিয়ে যাবার চেষ্টা করেন lআর তখনি বাধা দেন তৃনমূলের সক্রিয় কর্মী সারোয়ার মোল্লা।ফলে বচসা বেঁধে যায় উভয় পক্ষের মধ্যে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।পরের দিন সকালে তৃণমূলের কর্মী সানোয়ার মোল্লা কাজ কর্ম করার জন্য বাড়ি থেকে বাইরে বের হয়েছে।সেই সময় সানোয়ার মোল্লাকে লক্ষ্য করে সিপিএমের বেশ কয়েকজন দুষ্কৃতী গুলি ছোঁড়ে,বোমা ছুৃঁড়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।মাটিতে লুঠিয়ে পড়ে সানোয়ার মোল্লা।স্থানীয় মানুষজন এবং তার পরিবারের সদস্যরা সানোয়ার মোল্লাকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে যায়।সেখানে তার অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থান্তরিত করে।সেখানে তার অবস্থা অবনতি হলে চিকিৎসকরা কলকাতা হাসপাতালে স্থান্তরিত করে।সানোয়ার মোল্লাকে কলকাতা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।আর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে পড়ে মৃতের বাবা জহরুল হক মোল্লা সহ তার পরিবারের সদস্যরা।এলাকায় নেমে আসে শোকের ছায়া।এ বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা থানায় খুনের অভিযোগ দায়ের করে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে মন্দিরবাজার কেন্দ্রের বিধায়ক জয়দেব হালদার বলেন সানোয়ার মোল্লা তৃণমূলের সক্রিয় কর্মী।সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা করে খুন করেছে।এ বিষয়ে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য।মৃতের পরিবারের পাশে দল আছে এবং সব ধরনের সহযোগিতা করা হবে।যে কোন মৃত্যু দুঃখজনক।এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।এদিকে পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে।বাকীদের খোঁজে চলছে চিরুনী তল্লাশি।এদিকে সিপিএমের পক্ষ থেকে জানানএই ঘটনার পিছনে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব দায়ী lতৃণমূল রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে।পুলিশ নিরপেক্ষ তদন্ত করে প্রকৃক দোষীদের গ্রেফতার করে আইনী ব্যবস্থা নিক।জেলা পুলিশ সুপার তথাগত বসু বলেন একটি রাস্তা নির্মান কে কেন্দ্র করে গ্রামে গন্ডোগোল।দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে lচলছে পুলিশি টহলদারি।পরিস্থিতি স্বাভাবিক।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।