ডায়মন্ডহারবারে পুকুুর থেকে উদ্ধার মাথাুর খুলি

সুন্দরবন TV

ডায়মন্ডহারবারে পুকুুর থেকে উদ্ধার মাথাুর খুলি


নিজস্ব প্রতিনিধি |  ডায়মন্ডহারবার|বৃহস্পতিবার সকালে পুকুর থেকে একটি মাথার খুলি উদ্ধার করে পুলিশ।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানার রবীন্দ্রনগর কলপুকুর পাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডায়মন্ডহারবার পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের রবীন্দ্রনগর কলপুকুুর পাড়ায় একটি খেলার মাঠে স্থানীয় বেশ কয়েকজন যুবক সকালে ফুটবল খেল ছিল।


খেলার সময় মাঠের পাশে থাকা পুকুরে বলটা পড়ে যায়।জল থেকে ফুটবল তোলার সময় তারা পুকুরে মাথার খুলি দেখতে পায়।মাথার খুলি দেখে তারা হতবাক হয়ে যায়।তারা স্থানীয় মানুষজন কে ডেকে আনে।সঙ্গে সঙ্গে তারা ডায়মন্ডহারবার থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ পুকুরের পাড় থেকে খুলিটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে এটা কিসের খুলি এবং কি ভাবে এখানে এল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানান একটি পুকুর থেকে মাথার খুলি উদ্ধার করা হয়েছে।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন