সুন্দরবন TV
ক্যানিংয়ে স্কুলে চুরি
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|সোমবার একটি স্কুলে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নলিয়াখালি জিএন হরিনারায়ণী বিদ্যপীঠ স্কুলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে নলিয়াখালি জি এন হরিনারায়ণী বিদ্যাপীঠ স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকরা এসে দেখেন স্কুলের মূল গেট সহ মিডডে মিলের ঘর, লাইব্রেরী, ল্যাবরেটরি সহ প্রায় সব ঘরের দরজার তালা ভাঙা। ভাঙা হয়েছে স্কুল ঘরের ভিতরে থাকা একাধিক আলমারি।বেশ কয়েকজন দুষ্কীতি গত ৩ ফেব্রুয়ারি রাতে স্কুলের মেন গ্রেটের তালা এবং স্কুল ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে মিড ডে মিলের ডাবু,বালতি, স্কুলের স্পোর্টস এর প্রাইজ, তোয়ালে,ফুলদানি, সহ বিভিন্ন মূল্যবান কাগজপত্রও নিয়ে চম্পট দেয়।খবর পেয়ে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল মন্ডল আসেন স্কুলে।তিনি এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানান একটি হাইস্কুলে চুরি যাওয়া বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
ক্যানিংয়ে স্কুলে চুরি
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|সোমবার একটি স্কুলে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নলিয়াখালি জিএন হরিনারায়ণী বিদ্যপীঠ স্কুলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে নলিয়াখালি জি এন হরিনারায়ণী বিদ্যাপীঠ স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকরা এসে দেখেন স্কুলের মূল গেট সহ মিডডে মিলের ঘর, লাইব্রেরী, ল্যাবরেটরি সহ প্রায় সব ঘরের দরজার তালা ভাঙা। ভাঙা হয়েছে স্কুল ঘরের ভিতরে থাকা একাধিক আলমারি।বেশ কয়েকজন দুষ্কীতি গত ৩ ফেব্রুয়ারি রাতে স্কুলের মেন গ্রেটের তালা এবং স্কুল ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে মিড ডে মিলের ডাবু,বালতি, স্কুলের স্পোর্টস এর প্রাইজ, তোয়ালে,ফুলদানি, সহ বিভিন্ন মূল্যবান কাগজপত্রও নিয়ে চম্পট দেয়।খবর পেয়ে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল মন্ডল আসেন স্কুলে।তিনি এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানান একটি হাইস্কুলে চুরি যাওয়া বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।