রায়দিঘীতে সম্প্রীতির বস্ত্র বিতরণ

সুন্দরবন TV

রায়দিঘীতে সম্প্রীতির বস্ত্র বিতরণ 


নিজস্ব প্রতিনিধি| রায়দিঘী|মঙ্গলববার দক্ষিণ ২৪ পরগনার  মথুরাপুর-২ ব্লকের রায়দিঘির বকুলতলা এলাকায় বকুলতলা অল ইন্ডিয়া সম্প্রীতি চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনা গরীব মেধাবী ও দুঃস্থ মানুষদের বই খাতা পেন ও বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মথুরাপুর-২  ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সাথী চক্রবর্তী।  এছাড়া উপস্থিত ছিলেন রায়দিঘি থানার আধিকারিক দেবাশীষ রায়, মায়াপুরের গোপীনাথ গৌড়ীয় মঠের সম্পাদক রঞ্জন কৃষ্ণদাস প্রভু, আল কুরাইশী ফুরফুরা শরীফের মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী,সংস্থার কর্ণধার মোহাম্মদ আব্দুল ছাত্তার মীর প্রমূখ।মথুরাপুর-২  ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সাথী চক্রবর্তী বলেন এমন ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায়।এর ফলে গরীব ও দুঃস্থ পরিবার,ছাত্র ছাত্রী উপকৃত হবে।সংস্থার কর্ণধার মোহাম্মদ আব্দুল ছাত্তার মীর বলেন ১২০০ দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র প্রদান করা হল এবং বহু স্কুল ছাত্র-ছাত্রীদের হাতে বই, কলম,খাতা তুলে দেওয়া হল।আগামী দিনে যাতে আরও বেশী করে দুঃস্থদের শীতের বস্ত্র এবং ছাত্র ছাত্রীদের বই খাতা তুলে দেওয়া যায় সে দিকে নজর থাকবে।আর এই অনুষ্ঠানের মাধ্যমে সর্ব ধর্মের মেল বন্ধনের এক নতুন দিশার পথ চলা।এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।যা এক সস্প্রীতির নজির গড়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন