সুন্দরবন TV
সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম আয়োজিত মিলন উৎসবে 'ইনসিগনিয়ার' ফ্রি তে কেরিয়ার কাউন্সিলিং
নিজস্ব প্রতিনিধি |পার্ক সার্কাস: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম আয়োজিত মিলন উৎসব এবছর যেন মহা মিলন উৎসবের রূপ নিলো। ময়দানে এই উৎসবে প্রতিদিন হিন্দু বৌদ্ধ, খৃষ্টান, মুসলিম, জৈন,উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত হাজার হাজার মানুষের পা পড়ছে।এবারের এই মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ফ্রি কেরিয়ার কাউন্সেলিং এবং বেকারদের চাকরি দেওয়ার সুপরামর্শ।বিত্ত নিগম আয়োজিত মিলন উৎসবে ২২ নম্বর স্টল দিয়েছে “ইনসিগনিয়া” নামক
কেরিয়ার কাউন্সিল সংস্থা।ইনসিগনিয়া”এর কর্ণধর আলী কউসার জানান, উচ্চমাধ্যমিকের পর কে কী নিয়ে পড়াশোনা করবে তার সঠিক দিশা জানতে ছাএছাএী এবং অভিভাবকরা আসছেন।
মেডিক্যাল পড়ার জন্য দেশ এবং দেশের বাইরে কীভাবে যোগাযোগ করা যায় সে ব্যাপারে পরামর্শ দিচ্ছে “ইনসিগনিয়া”। আবার বিদেশে মেডিক্যাল পড়তে গেলে কত খরচ? কখন আবেদন করতে হবে?স্কলারশিপ কোথায় কোথায় পাওয়া যায়?এ ব্যাপারে সমস্ত রকম পরামর্শ দিচ্ছে।এছাড়াও ইঞ্জিনিয়ারিং,এগ্রিকালচার,ফারমেসি,ফিসারি সায়েন্স, অপটোমেটরি,এল.এল.বি,ম্যানেজমেন্ট অন্যান্য কোর্স পড়ানোর ব্যাপারে সঠিক তথ্য প্রদান করছে। সেই সঙ্গে সঙ্গে এই কোর্সগুলি সম্পন্ন করলে কী কী চাকরির সুযোগ রয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে “ইনসিগনিয়া”।
সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম আয়োজিত মিলন উৎসবে 'ইনসিগনিয়ার' ফ্রি তে কেরিয়ার কাউন্সিলিং
নিজস্ব প্রতিনিধি |পার্ক সার্কাস: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম আয়োজিত মিলন উৎসব এবছর যেন মহা মিলন উৎসবের রূপ নিলো। ময়দানে এই উৎসবে প্রতিদিন হিন্দু বৌদ্ধ, খৃষ্টান, মুসলিম, জৈন,উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত হাজার হাজার মানুষের পা পড়ছে।এবারের এই মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ফ্রি কেরিয়ার কাউন্সেলিং এবং বেকারদের চাকরি দেওয়ার সুপরামর্শ।বিত্ত নিগম আয়োজিত মিলন উৎসবে ২২ নম্বর স্টল দিয়েছে “ইনসিগনিয়া” নামক
কেরিয়ার কাউন্সিল সংস্থা।ইনসিগনিয়া”এর কর্ণধর আলী কউসার জানান, উচ্চমাধ্যমিকের পর কে কী নিয়ে পড়াশোনা করবে তার সঠিক দিশা জানতে ছাএছাএী এবং অভিভাবকরা আসছেন।
মেডিক্যাল পড়ার জন্য দেশ এবং দেশের বাইরে কীভাবে যোগাযোগ করা যায় সে ব্যাপারে পরামর্শ দিচ্ছে “ইনসিগনিয়া”। আবার বিদেশে মেডিক্যাল পড়তে গেলে কত খরচ? কখন আবেদন করতে হবে?স্কলারশিপ কোথায় কোথায় পাওয়া যায়?এ ব্যাপারে সমস্ত রকম পরামর্শ দিচ্ছে।এছাড়াও ইঞ্জিনিয়ারিং,এগ্রিকালচার,ফারমেসি,ফিসারি সায়েন্স, অপটোমেটরি,এল.এল.বি,ম্যানেজমেন্ট অন্যান্য কোর্স পড়ানোর ব্যাপারে সঠিক তথ্য প্রদান করছে। সেই সঙ্গে সঙ্গে এই কোর্সগুলি সম্পন্ন করলে কী কী চাকরির সুযোগ রয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে “ইনসিগনিয়া”।