সুন্দরবন TV
মথুরাপুরে আগুনে ভষ্মীভূত ৪ টি বাড়ি
নিজস্ব প্রতিনিধি| মথুরাপুর|বুধবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে গেলে আগুনে ভষ্মীভূত হয়ে যায় ৪ টি বাড়ি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের পূর্ব রানাঘাট কলোনি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে পূর্ব রানাঘাট কলোনী এলাকার বাসিন্দা আনিস খান,রহিচ খান,আক্রম খান।এদিন গভীর রাতে স্থানীয় বেশ কিছু মানুষজন আগুনের শিখা দেখে চিৎকার করতে থাকে।চিৎকার শুনে গ্রামবাসীরা বালতি কলস নিয়ে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্ঠা করে।কিন্ত ঘরের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৪ টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।আগুনে পুড়ে যাওয়ার ফলে অসহায় হয়ে পড়ে ক্ষতিগ্রস্তরা।আনিস খান,রহিচ খান,আক্রম খান বলেন আগুনে পুড়ে সব শেষ।খোলা আকাশের নীচে পরিবারের সদস্যদের নিয়ে আছি।পরিবারের দুই ছেলে ৫ম শ্রেণীতে পঠন পাঠন করে।বই খাতা পুড়ে ছাই হয়ে গেছে।আগুনে ৪ টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় ৩ টি পরিবারের।জানিনা এখন কি করবো।সরকারের কাছে আবেদন যাতে কিছু সাহায্য করে।এদিকে খবর পেয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের এন সি সি,এন এস এস ছাত্র ছাত্রী ,শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ঘটনাস্থলে যায়।
অসহায় পরিবার গুলির হাতে চাল,ডাল,ত্রিপল,বই খাতা তুলে দেয়।কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি বলেন হঠাৎই আগুন লেগে গেলে ৪ টি বাড়ি ভষ্মীভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারের ২ জন ছাত্র এই স্কুলে পঞ্চম শ্রেণীতে পঠন পাঠন করে।তাই খবর পেয়ে এখানে আসা হয়েছে।কিছু সাহায্য করা হয়েছে।ছাত্র দুজনের যাতে পড়াশোনা কোন ক্ষতি না হয় তার জন্য কিছু বই খাতা তুলে দেওয়া হয়েছে।মথুরাপুর-১ বিডিও জমির আখতার এ বিষয়ে বলেন হঠাৎ আগুন লেগে গেলে ৩ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।যাতে পরিবার গুলি সব ধরনের সাহায্য পায় সেটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
মথুরাপুরে আগুনে ভষ্মীভূত ৪ টি বাড়ি
নিজস্ব প্রতিনিধি| মথুরাপুর|বুধবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে গেলে আগুনে ভষ্মীভূত হয়ে যায় ৪ টি বাড়ি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের পূর্ব রানাঘাট কলোনি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে পূর্ব রানাঘাট কলোনী এলাকার বাসিন্দা আনিস খান,রহিচ খান,আক্রম খান।এদিন গভীর রাতে স্থানীয় বেশ কিছু মানুষজন আগুনের শিখা দেখে চিৎকার করতে থাকে।চিৎকার শুনে গ্রামবাসীরা বালতি কলস নিয়ে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্ঠা করে।কিন্ত ঘরের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৪ টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।আগুনে পুড়ে যাওয়ার ফলে অসহায় হয়ে পড়ে ক্ষতিগ্রস্তরা।আনিস খান,রহিচ খান,আক্রম খান বলেন আগুনে পুড়ে সব শেষ।খোলা আকাশের নীচে পরিবারের সদস্যদের নিয়ে আছি।পরিবারের দুই ছেলে ৫ম শ্রেণীতে পঠন পাঠন করে।বই খাতা পুড়ে ছাই হয়ে গেছে।আগুনে ৪ টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় ৩ টি পরিবারের।জানিনা এখন কি করবো।সরকারের কাছে আবেদন যাতে কিছু সাহায্য করে।এদিকে খবর পেয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের এন সি সি,এন এস এস ছাত্র ছাত্রী ,শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ঘটনাস্থলে যায়।
অসহায় পরিবার গুলির হাতে চাল,ডাল,ত্রিপল,বই খাতা তুলে দেয়।কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি বলেন হঠাৎই আগুন লেগে গেলে ৪ টি বাড়ি ভষ্মীভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারের ২ জন ছাত্র এই স্কুলে পঞ্চম শ্রেণীতে পঠন পাঠন করে।তাই খবর পেয়ে এখানে আসা হয়েছে।কিছু সাহায্য করা হয়েছে।ছাত্র দুজনের যাতে পড়াশোনা কোন ক্ষতি না হয় তার জন্য কিছু বই খাতা তুলে দেওয়া হয়েছে।মথুরাপুর-১ বিডিও জমির আখতার এ বিষয়ে বলেন হঠাৎ আগুন লেগে গেলে ৩ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।যাতে পরিবার গুলি সব ধরনের সাহায্য পায় সেটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।