সুন্দরবন TV
সুন্দরবনে ক্যানিং এ শুরু হল পাসপোর্ট পরিষেবা,শুভ উদ্ধোধন করলেন সাংসদ প্রতিমা মন্ডল
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের রাজারলাট গ্রামে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও ডাক বিভাগের উদ্যোগে নব নির্মিত পাসপোর্ট পরিষেবা ভবনের শুভ উদ্ধোধন করেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্যামল মন্ডল,জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,কলকাতা পোস্ট মাষ্টার জেনারেল অমিতাভ সিং,কলকাতা রিজুন্যাল পাসপোর্ট অফিসার বিভূতিভূষণ কুমার প্রমূখ।
অনুষ্ঠানে জয়নগর কেন্দ্রের তৃণমূলের সাংসদ প্রতিমা মন্ডল বলেন মাতলা অঞ্চলের এই রাজারলাট গ্রামে সব থেকে পুরানো ডাকঘর এই ফেরিঘাট ক্যানিং টাউন পোস্ট অফিস।যার পিন নম্বর ৭৪৩৩২৯।এই পোস্ট অফিসটিকে বহু বছর ধরে অবহেলায় রাখা হয়েছে।লর্ড ক্যানিং এর আমলে এই পোস্ট অফিসটি চালু হয়।বহু ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে এই পোস্ট কে নিয়ে।এই গ্রামে অবস্থিত ঐতিহাসিক লর্ড ক্যানিং এর বাসভূমি এবং ফেরিঘাট ক্যানিং টাউন পোষ্ট অফিস কে হেরিটেজ করার জন্য বিভাগীয় দফতরে জানিয়েছি।তিনি আরও বলেন এবার থেকে এই পোস্ট অফিসে মিলবে পাসপোর্ট পরিসেবা।ফলে উপকৃত হবে কয়েক লক্ষ মানুষজন।এমনকি সুন্দরবনের মেধা ছাত্র ছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশুনা করতে চাইলে তারাও উপকৃত হবে।আর এই পাসপোর্ট পরিষেবা এখানে সপ্তাহে ৫ দিন অফিস টাইমে মিলবে এই সুবিধা।কলকাতা রিজুন্যাল পাসপোর্ট অফিসার বিভূতিভূষণ কুমার বলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে সারাদেশে পাসপোর্ট পরিষেবা পোষ্ট অফিসের মাধ্যমে কাজ চলছে।সেই উপলক্ষে এই ফেরিঘাট ক্যানিং টাউন পোস্ট অফিসের সুচনা হল এই পাসপোর্ট পরিষেবা।ভারতে ৪০৩ টি পোষ্ট অফিস থেকে এই পাসপোর্ট পরিষেবা পাওয়া যাচ্ছে এবং এ রাজ্যে ৪০ টি পোস্ট অফিস এই কাজের সঙ্গে যুক্ত হল।সমস্ত কাগজ পত্র ঠিক থাকলে তিন দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে।
এবিষয়ে বিধায়ক শ্যামল মন্ডল বলেন এটা একটা ইতিহাসিক দিন। সুন্দরবনের বিভিন্ন এলাকার মানুষ কে কাজের তাগিদে বিদেশে যেতে হয়। আর এই পাসপোর্টের জন্য বিলম্ব হয়।এবার থেকে আর কোনও সমস্যা হবে না।ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষজন।কলকাতা পোস্ট মাষ্টার জেনারেল অমিতাভ সিং বলেন ফেরিঘাট ক্যানিং টাউন ডাকঘরে চালু হল পাসপোর্ট পরিষেবা।যাতে ভালো ইন্টারনেট ও ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা থাকে সে দিকটা দেখা হচ্ছে।পোস্ট অফিসের চারিদিকে আলোর ব্যবস্থা এবং পোস্ট অফিস বিল্ডিং টি সংস্কার করা হচ্ছে।তিনি আরও বলেন এই পোস্ট অফিসটি হেরিটেজ করার জন্য বিভাগীয় দফতরে জানানো হবে।এই পাসপোর্ট অফিসে শুভ উদ্ধোধন দিনে নতুন পাসপোর্ট করার জন্য অনেকে আবেদন করেছে।এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।
সুন্দরবনে ক্যানিং এ শুরু হল পাসপোর্ট পরিষেবা,শুভ উদ্ধোধন করলেন সাংসদ প্রতিমা মন্ডল
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের রাজারলাট গ্রামে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও ডাক বিভাগের উদ্যোগে নব নির্মিত পাসপোর্ট পরিষেবা ভবনের শুভ উদ্ধোধন করেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্যামল মন্ডল,জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,কলকাতা পোস্ট মাষ্টার জেনারেল অমিতাভ সিং,কলকাতা রিজুন্যাল পাসপোর্ট অফিসার বিভূতিভূষণ কুমার প্রমূখ।
অনুষ্ঠানে জয়নগর কেন্দ্রের তৃণমূলের সাংসদ প্রতিমা মন্ডল বলেন মাতলা অঞ্চলের এই রাজারলাট গ্রামে সব থেকে পুরানো ডাকঘর এই ফেরিঘাট ক্যানিং টাউন পোস্ট অফিস।যার পিন নম্বর ৭৪৩৩২৯।এই পোস্ট অফিসটিকে বহু বছর ধরে অবহেলায় রাখা হয়েছে।লর্ড ক্যানিং এর আমলে এই পোস্ট অফিসটি চালু হয়।বহু ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে এই পোস্ট কে নিয়ে।এই গ্রামে অবস্থিত ঐতিহাসিক লর্ড ক্যানিং এর বাসভূমি এবং ফেরিঘাট ক্যানিং টাউন পোষ্ট অফিস কে হেরিটেজ করার জন্য বিভাগীয় দফতরে জানিয়েছি।তিনি আরও বলেন এবার থেকে এই পোস্ট অফিসে মিলবে পাসপোর্ট পরিসেবা।ফলে উপকৃত হবে কয়েক লক্ষ মানুষজন।এমনকি সুন্দরবনের মেধা ছাত্র ছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশুনা করতে চাইলে তারাও উপকৃত হবে।আর এই পাসপোর্ট পরিষেবা এখানে সপ্তাহে ৫ দিন অফিস টাইমে মিলবে এই সুবিধা।কলকাতা রিজুন্যাল পাসপোর্ট অফিসার বিভূতিভূষণ কুমার বলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে সারাদেশে পাসপোর্ট পরিষেবা পোষ্ট অফিসের মাধ্যমে কাজ চলছে।সেই উপলক্ষে এই ফেরিঘাট ক্যানিং টাউন পোস্ট অফিসের সুচনা হল এই পাসপোর্ট পরিষেবা।ভারতে ৪০৩ টি পোষ্ট অফিস থেকে এই পাসপোর্ট পরিষেবা পাওয়া যাচ্ছে এবং এ রাজ্যে ৪০ টি পোস্ট অফিস এই কাজের সঙ্গে যুক্ত হল।সমস্ত কাগজ পত্র ঠিক থাকলে তিন দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে।
এবিষয়ে বিধায়ক শ্যামল মন্ডল বলেন এটা একটা ইতিহাসিক দিন। সুন্দরবনের বিভিন্ন এলাকার মানুষ কে কাজের তাগিদে বিদেশে যেতে হয়। আর এই পাসপোর্টের জন্য বিলম্ব হয়।এবার থেকে আর কোনও সমস্যা হবে না।ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষজন।কলকাতা পোস্ট মাষ্টার জেনারেল অমিতাভ সিং বলেন ফেরিঘাট ক্যানিং টাউন ডাকঘরে চালু হল পাসপোর্ট পরিষেবা।যাতে ভালো ইন্টারনেট ও ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা থাকে সে দিকটা দেখা হচ্ছে।পোস্ট অফিসের চারিদিকে আলোর ব্যবস্থা এবং পোস্ট অফিস বিল্ডিং টি সংস্কার করা হচ্ছে।তিনি আরও বলেন এই পোস্ট অফিসটি হেরিটেজ করার জন্য বিভাগীয় দফতরে জানানো হবে।এই পাসপোর্ট অফিসে শুভ উদ্ধোধন দিনে নতুন পাসপোর্ট করার জন্য অনেকে আবেদন করেছে।এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।