সুন্দরবন TV
মুসলিম ধর্মগুরুদের নিয়ে শিশু পাচার রোধের কর্মশালা
নিজস্ব প্রতিনিধি | বাসন্তী| দিনের পর দিন ঘটে চলেছে শিশু নির্যাতন, শিশু পাচার, শিশু বিবাহ কিছু ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে প্রতিরোধ হচ্ছে আবার কিছু ক্ষেত্রে প্রশাসনের চোখের আড়ালে চলছে ।
গ্রামের মানুষের মধ্যে এখনো সেই সচেতনতা অভাব আছে তাই না হলে গ্রাম প্রতিবেশীরা প্রতিবাদ করতো এবং প্রশাসনের কাছে জানাতো।গ্রামের মানুষের সচেতনতা বাড়াতে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের শিশু পাচার ও শিশুর বিয়ে বন্ধ করতে ১৫৭ জন মুসলিম ধর্মগুরুদের নিয়ে বাসন্তী বিডিও অফিসে আজ এক কর্মশালা আয়োজন করেন ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া ও বাসন্তী বিডিও যৌথ উদ্যোগে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আব্দুল রাজ্জাক সরদার সভাপতি ইমাম পরিসদ, কামালউদ্দিন লস্কর সভাপতি বাসন্তী পঞ্চায়েত সমিতি, তাপস কুমার বিশ্বাস যুগ্ম-বিডিও বাসন্তী , সৌগত কুমার সাহা - বিডিও অফিসার, মিঃ কংশায় - ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া বাসন্তী এরিয়া প্রোগ্রাম, সন্দীপ ভৌমিক - ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া, এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিগন।
এই বিষয়ে বাসন্তী বিডিও অফিসার সৌগত কুমার সাহা বলেন " প্রতিটি বুথে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সাথে প্রশাসনের কর্তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখা ও পরামর্শ দেওয়া। গ্রামে যাতে কোনো ভাবে বাল্যবিবাহ না হয় সেই সাথে শিশু ও নারী পাঁচার বন্ধ করা। আমাদের কাছে কোনো অভিযোগ এলে সেই বিষয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় আমরা। "
মুসলিম ধর্মগুরুদের নিয়ে শিশু পাচার রোধের কর্মশালা
নিজস্ব প্রতিনিধি | বাসন্তী| দিনের পর দিন ঘটে চলেছে শিশু নির্যাতন, শিশু পাচার, শিশু বিবাহ কিছু ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে প্রতিরোধ হচ্ছে আবার কিছু ক্ষেত্রে প্রশাসনের চোখের আড়ালে চলছে ।
গ্রামের মানুষের মধ্যে এখনো সেই সচেতনতা অভাব আছে তাই না হলে গ্রাম প্রতিবেশীরা প্রতিবাদ করতো এবং প্রশাসনের কাছে জানাতো।গ্রামের মানুষের সচেতনতা বাড়াতে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের শিশু পাচার ও শিশুর বিয়ে বন্ধ করতে ১৫৭ জন মুসলিম ধর্মগুরুদের নিয়ে বাসন্তী বিডিও অফিসে আজ এক কর্মশালা আয়োজন করেন ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া ও বাসন্তী বিডিও যৌথ উদ্যোগে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আব্দুল রাজ্জাক সরদার সভাপতি ইমাম পরিসদ, কামালউদ্দিন লস্কর সভাপতি বাসন্তী পঞ্চায়েত সমিতি, তাপস কুমার বিশ্বাস যুগ্ম-বিডিও বাসন্তী , সৌগত কুমার সাহা - বিডিও অফিসার, মিঃ কংশায় - ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া বাসন্তী এরিয়া প্রোগ্রাম, সন্দীপ ভৌমিক - ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া, এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিগন।
সৌগত কুমার সাহা
বসান্তী বিডিও অফিসার
এই বিষয়ে বাসন্তী বিডিও অফিসার সৌগত কুমার সাহা বলেন " প্রতিটি বুথে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সাথে প্রশাসনের কর্তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখা ও পরামর্শ দেওয়া। গ্রামে যাতে কোনো ভাবে বাল্যবিবাহ না হয় সেই সাথে শিশু ও নারী পাঁচার বন্ধ করা। আমাদের কাছে কোনো অভিযোগ এলে সেই বিষয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় আমরা। "