সুন্দরবন TV
ক্যানিং দাঁড়িয়ায় তৃণমূলের প্রধানের স্বামী খুনের অভিযোগে গ্রেফতার ২ জন
নিজস্ব প্রতিনিধি| ক্যানিং|বৃহস্পতিবার গভীর রাতে বারুইপুর এসওজি ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ টিম চিরুনী তল্লাশি চালিয়ে দক্ষিণ ২৪ পরগনার তালদি অঞ্চল থেকে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের স্বামী কে খুনের অভিযোগে গ্রেফতার করে রাজু সরদার নামে এক ব্যক্তিকে।এই খুনের ঘটনায় পুলিশ গত ২৮ ফেব্রুয়ারি আমিরুল মোল্লা কে গ্রেফতার করে।তাকেই জেরা করে নাম উঠে আসে রাজু সরদারের।এই নিয়ে পুলিশ মোট ২ জনকে গ্রেফতার করলো।বাকীদের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে।শুক্রবার প্রেসমিট করে বারুইপুর জেলা পুলিশ সুপার রসিদ মুনির খান বলেন ক্যানিং দাঁড়িয়ায় রাজু নস্করের খুনের অভিযোগে এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।প্রথমে দাঁড়িয়া অঞ্চল থেকে আমিরুল মোল্লাকে গ্রেফতার করা হয়।তাকে জেরা করে তালদি থেকে রাজু সরদার কে গ্রেফতার করা হয়।ধৃতদের জেরা করে মূল অভিযুক্ত খলিল মোল্লা নাম উঠে এসেছে।খলিল মোল্লা ২ লক্ষ টাকা সুপারি দিয়েছে এই খুনের জন্য এমনি তথ্য উঠে এসেছে জেরায়।খুব শিঘ্রিই খলিল মোল্লা গ্রেফতার হবে।
রসিদ মুনির খান - বারুইপুর জেলা পুলিশ সুপার
বাকীদের খোঁজ চলছে।উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দাঁড়িয়ার সাথিরপোল এলাকায় বেশ কয়েকজন বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করলে মৃত্যু হয় তৃণমূলের প্রধান সবনম নস্করের স্বামী রাজু নস্কর(২৭)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সবনম নস্করের স্বামী রাজু নস্কর মোটর বাইক করে সাতমুখী বাজার থেকে বাড়ি যাচ্ছিল।সেই সময় বিজেপি আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতীরা গুলি ছুঁড়িলে গুলি লক্ষ্য ভষ্ট হয়।তখন দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চম্পট দেয়।ঘটনাস্হলে মৃত্যু হয় রাজু নস্করের।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল,ক্যানিং-১ ব্লক তৃণমূলের সহ সভাপতি অর্নব রায়,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামলেন্দু মন্ডল প্রমূখ।এই ঘটনায় মৃতের বাবা শম্ভু নস্কর এ বিষয়ে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
ক্যানিং দাঁড়িয়ায় তৃণমূলের প্রধানের স্বামী খুনের অভিযোগে গ্রেফতার ২ জন
নিজস্ব প্রতিনিধি| ক্যানিং|বৃহস্পতিবার গভীর রাতে বারুইপুর এসওজি ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ টিম চিরুনী তল্লাশি চালিয়ে দক্ষিণ ২৪ পরগনার তালদি অঞ্চল থেকে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের স্বামী কে খুনের অভিযোগে গ্রেফতার করে রাজু সরদার নামে এক ব্যক্তিকে।এই খুনের ঘটনায় পুলিশ গত ২৮ ফেব্রুয়ারি আমিরুল মোল্লা কে গ্রেফতার করে।তাকেই জেরা করে নাম উঠে আসে রাজু সরদারের।এই নিয়ে পুলিশ মোট ২ জনকে গ্রেফতার করলো।বাকীদের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে।শুক্রবার প্রেসমিট করে বারুইপুর জেলা পুলিশ সুপার রসিদ মুনির খান বলেন ক্যানিং দাঁড়িয়ায় রাজু নস্করের খুনের অভিযোগে এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।প্রথমে দাঁড়িয়া অঞ্চল থেকে আমিরুল মোল্লাকে গ্রেফতার করা হয়।তাকে জেরা করে তালদি থেকে রাজু সরদার কে গ্রেফতার করা হয়।ধৃতদের জেরা করে মূল অভিযুক্ত খলিল মোল্লা নাম উঠে এসেছে।খলিল মোল্লা ২ লক্ষ টাকা সুপারি দিয়েছে এই খুনের জন্য এমনি তথ্য উঠে এসেছে জেরায়।খুব শিঘ্রিই খলিল মোল্লা গ্রেফতার হবে।
বাকীদের খোঁজ চলছে।উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দাঁড়িয়ার সাথিরপোল এলাকায় বেশ কয়েকজন বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করলে মৃত্যু হয় তৃণমূলের প্রধান সবনম নস্করের স্বামী রাজু নস্কর(২৭)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সবনম নস্করের স্বামী রাজু নস্কর মোটর বাইক করে সাতমুখী বাজার থেকে বাড়ি যাচ্ছিল।সেই সময় বিজেপি আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতীরা গুলি ছুঁড়িলে গুলি লক্ষ্য ভষ্ট হয়।তখন দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চম্পট দেয়।ঘটনাস্হলে মৃত্যু হয় রাজু নস্করের।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল,ক্যানিং-১ ব্লক তৃণমূলের সহ সভাপতি অর্নব রায়,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামলেন্দু মন্ডল প্রমূখ।এই ঘটনায় মৃতের বাবা শম্ভু নস্কর এ বিষয়ে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।