সুন্দরবন TV
গোসাবায় নৌকা ডুবি, মৃত মাঝি
নিজস্ব প্রতিনিধি | গোসাবা|মঙ্গলবার বিকালে পুলিশ ও ডুবুরি নদীতে অভিযান চালিয়ে ডুবে যাওয়া ইটের নৌকার মাঝির দেহ উদ্ধার করে পুলিশ।মৃত মাঝির নাম রবিউল মোল্লা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সেচ দফতরের ঘাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার ভবানীপুর গ্রামের বাসিন্দা পেশায় মাঝি রবিউল মোল্লা হাসনাবাদ থেকে নৌকায় ইটবোঝাই করে নিয়ে নদী পথ দিয়ে আসছিল গোসাবার বালিতে গত ১৭ মার্চ।এদিন সন্ধ্যায় হঠাৎই ঝড় ওঠে এবং সঙ্গে মাঝারি বৃষ্টি হতে থাকে।ঝড়ের দাপটে নদীর ঢেউ আছড়ে পড়তে থাকে।ঢেউয়ের তোড়ে এবং ঝড়ের দাপটে গোসাবার বাজারের কাছে বিদ্যাধরী নদীতে ইটবোঝাই নৌকাটি ডুবে যায়।
বিজ্ঞাপন
ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় নৌকার মাঝি রবিউল মোল্লা। তারপর থেকে কোন রকম খোঁজ মিল ছিল না ডুবে যাওয়া নৌকার মাঝি রবিউল মোল্লার Iএদিন বিকালে ৬ জনের ডুবুরি দল এবং গোসাবা থানার পুলিশ বাহিনী গোসাবা সেচ দফতরের ঘাট এলাকায় জলে পথে অভিযান চালায়।ডুবুরি দল নদীতে নেমে ডুবে যাওয়া নৌকার মধ্যে দিয়ে মাঝির দেহটি উদ্ধার করে।দেহটি পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানান ঝড় বৃষ্টির দাপটে একটি ইটবোঝাই নৌকা ডুবে যায় নদীতে।জলের তোড়ে তলিয়ে যায় নৌকার মাঝি।তার খোঁজ চালানো হচ্ছিল।এদিন ৬ জনের ডুবুরি দল নদীতে নেমে ডুবে যাওয়া নৌকা থেকে দেহটি উদ্ধার করে।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
গোসাবায় নৌকা ডুবি, মৃত মাঝি
নিজস্ব প্রতিনিধি | গোসাবা|মঙ্গলবার বিকালে পুলিশ ও ডুবুরি নদীতে অভিযান চালিয়ে ডুবে যাওয়া ইটের নৌকার মাঝির দেহ উদ্ধার করে পুলিশ।মৃত মাঝির নাম রবিউল মোল্লা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সেচ দফতরের ঘাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার ভবানীপুর গ্রামের বাসিন্দা পেশায় মাঝি রবিউল মোল্লা হাসনাবাদ থেকে নৌকায় ইটবোঝাই করে নিয়ে নদী পথ দিয়ে আসছিল গোসাবার বালিতে গত ১৭ মার্চ।এদিন সন্ধ্যায় হঠাৎই ঝড় ওঠে এবং সঙ্গে মাঝারি বৃষ্টি হতে থাকে।ঝড়ের দাপটে নদীর ঢেউ আছড়ে পড়তে থাকে।ঢেউয়ের তোড়ে এবং ঝড়ের দাপটে গোসাবার বাজারের কাছে বিদ্যাধরী নদীতে ইটবোঝাই নৌকাটি ডুবে যায়।
বিজ্ঞাপন
ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় নৌকার মাঝি রবিউল মোল্লা। তারপর থেকে কোন রকম খোঁজ মিল ছিল না ডুবে যাওয়া নৌকার মাঝি রবিউল মোল্লার Iএদিন বিকালে ৬ জনের ডুবুরি দল এবং গোসাবা থানার পুলিশ বাহিনী গোসাবা সেচ দফতরের ঘাট এলাকায় জলে পথে অভিযান চালায়।ডুবুরি দল নদীতে নেমে ডুবে যাওয়া নৌকার মধ্যে দিয়ে মাঝির দেহটি উদ্ধার করে।দেহটি পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানান ঝড় বৃষ্টির দাপটে একটি ইটবোঝাই নৌকা ডুবে যায় নদীতে।জলের তোড়ে তলিয়ে যায় নৌকার মাঝি।তার খোঁজ চালানো হচ্ছিল।এদিন ৬ জনের ডুবুরি দল নদীতে নেমে ডুবে যাওয়া নৌকা থেকে দেহটি উদ্ধার করে।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।