সুন্দরবন ব্যাপী প্লাস্টিক বিরোধী প্রচার অভিযান

সুন্দরবন TV

সুন্দরবন ব্যাপী প্লাস্টিক বিরোধী প্রচার অভিযান


নিজস্ব প্রতিনিধি |  ঝড়খালি|বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ঝড়খালি বন্যপ্রাণ উদ্যানে এক সুন্দরবন ব্যাপী প্লাস্টিক বিরোধী প্রচার অভিযানের আয়োজন হয়।আয়োজনে হেড়োভাঙ্গা বীট,মাতলা রেঞ্জ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অরুনলাল, সুন্দরবন ফিল্ড ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক,বারুইপুর জেলা পুলিশ সুপার রসিদ মুনির খান,এসডিপিও দেবী দয়াল কুন্ডু,সুন্দরবন বায়োস্ফিয়ার জয়েন্ট ডিরেক্টর কুলাইন বেল,ডিএফও সন্তোষসা জিআর,মাতলা রেঞ্জ অফিসার নীলরতন গুহ প্রমূখ।


এদিনের অনুষ্ঠানে ভারতের প্রাক্তন ক্রিকেটার অরুনলাল বলেন প্লাস্টিক থার্মোকল বর্জনে সবাইকে এগিয়ে আসতে।সুন্দরবন কে রক্ষা করতে এবং প্রাকৃতিক ভারসাম্য রর্ক্ষাথে সকলকে এগিয়ে আসতে হবে।পাশাপাশি মানুষজনকে সচেতন করতে হবে প্লাস্টিক বর্জনে।তিনি আর বলেন এবার থেকে আমিও প্লাস্টিক থার্মোকল আর ব্যবহার করবো না।প্লাস্টিক থেকে বিভিন্ন রোগ হচ্ছে।মাটিতে প্লাো্টিক থাকলে গাছেরও ক্ষতি হচ্ছে।নর্মদায় প্লাস্টিকের জন্য জল জমে থাকছে।আর সেখানে ম্যালেরিয়া,ডেঙ্গুর মতন রোগ ছড়াচ্ছে।এমনকি নদীতে প্লাস্টিক পড়লে ক্ষতি হচ্ছে নদীর জল, মাছের প্রজন্ম,ম্যানগ্রোভ জঙ্গল।তিনি সুন্দরবনের ছাত্র ছাত্রীদের আহ্বান করেন এই কাজে এগিয়ে আসার জন্য।ডিএফও সন্তোষসা জিআর বলেন সুন্দরবন ব্যাপি প্লাস্টিক থার্মোকল বিরোধী প্রচার অভিযান চলছে সুন্দরবাসীদের সঙ্গে নিয়ে।বকখালি,কুলতলি,পাথর প্রতিমা সহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় এই অভিযান চলছে সুন্দরবনকে রক্ষা করতে এই প্লাস্টিক থার্মোকল বর্জনে।এদিনের অনুষ্ঠানে কয়েক হাজার স্কুল কলেজের ছাত্র ছাত্রী অভিভাবক এবং সাধারণ মানুষজন অংশগ্রহণ করে।যা ছিল চোখে পড়ার মতন।এদিন সকালে কয়েক হাজার ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষজন কয়েক কিলোমিটার পথ প্রক্রিমা করেন প্লাস্টিক ও থার্মোকল বর্জনে।প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে সজনেখালি ফরেস্টে একটি হরিণের মৃত্যু হলে ময়না তদন্ত উঠে এসেছিল হরিণ টি প্লাস্টিক খেয়ে ছিল।এমনি জিনিস উঠে এসে ছিল কয়েক বছর আগে একটি হনুমানের মৃত্যু হলে।বর্তমানে সুন্দরবনের নদীগুলিতে প্লাস্টিক ও থার্মোকল ফেলা নিষিদ্ধ।ফেললে জরিমানার ব্যবস্থা গ্রহন করছে বিভাগীয় দফতর।

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন