সুন্দরবন TV
বাসন্তীতে ভোট প্রচারে সুভাষ নস্কর
নিজস্ব প্রতিনিধি |বাসন্তী| রাজ্যের রাজনীতিতে যেভাবে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে বামেরা। এবারের লোকসভা নির্বাচনে কি আশার আলো দেখতে পাবে বামেদের প্রার্থীরা? এবারের লোকসভা নির্বাচনে জয়নগর কেন্দ্রের আর এস পি প্রার্থী সুভাষ নস্কর গত ২৮ মার্চ বৃহস্পতিবার বাসন্তীতে ভোট প্রচার করেন। সঙ্গে ছিলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী ও অন্যান্য বাম নেতারা। এদিনের ভোট প্রচারে এসে বাসন্তী মানুষকে মনে করিয়ে দিতে চাইছেন তিনি। বাম সরকার থাকাকালীন তিনি যেভাবে বাসন্তীর মানুষের পাশে থেকে উন্নয়ন করে এসেছিলেন। এবার লোকসভা ভোটে জিতলে একইভাবে বাসন্তীর মানুষের পাশে থাকবেন। ক্যানিং মাতলা নদী ব্রিজ, বাসন্তী হোগল নদীর ব্রিজ সত্যি মানুষের জীবনের মান উন্নয়ন করেছে। তোবু কেন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে বামেদের থেকে? জনসংযোগ বাড়াতে দ্বারে দ্বারে বাম নেতৃত্বরা যাচ্ছেন। বামফ্রন্ট ক্ষমতায় এলে সুন্দরবনের মানুষের প্রকৃত উন্নয়ন হবে এমনই দাবি করেন সুভাষ নস্কর।
বাসন্তীতে ভোট প্রচারে সুভাষ নস্কর
নিজস্ব প্রতিনিধি |বাসন্তী| রাজ্যের রাজনীতিতে যেভাবে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে বামেরা। এবারের লোকসভা নির্বাচনে কি আশার আলো দেখতে পাবে বামেদের প্রার্থীরা? এবারের লোকসভা নির্বাচনে জয়নগর কেন্দ্রের আর এস পি প্রার্থী সুভাষ নস্কর গত ২৮ মার্চ বৃহস্পতিবার বাসন্তীতে ভোট প্রচার করেন। সঙ্গে ছিলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী ও অন্যান্য বাম নেতারা। এদিনের ভোট প্রচারে এসে বাসন্তী মানুষকে মনে করিয়ে দিতে চাইছেন তিনি। বাম সরকার থাকাকালীন তিনি যেভাবে বাসন্তীর মানুষের পাশে থেকে উন্নয়ন করে এসেছিলেন। এবার লোকসভা ভোটে জিতলে একইভাবে বাসন্তীর মানুষের পাশে থাকবেন। ক্যানিং মাতলা নদী ব্রিজ, বাসন্তী হোগল নদীর ব্রিজ সত্যি মানুষের জীবনের মান উন্নয়ন করেছে। তোবু কেন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে বামেদের থেকে? জনসংযোগ বাড়াতে দ্বারে দ্বারে বাম নেতৃত্বরা যাচ্ছেন। বামফ্রন্ট ক্ষমতায় এলে সুন্দরবনের মানুষের প্রকৃত উন্নয়ন হবে এমনই দাবি করেন সুভাষ নস্কর।