বড়মার মৃত্যুতে শোকের ছায়া ঝড়খালিতে

সুন্দরবন TV

বড়মার মৃত্যুতে শোকের ছায়া ঝড়খালিতে 


নিরাঞ্জন সরকার | ঝড়খালি |মঙ্গলবার  মতুয়া ধর্মের বড়মা বীণাপাণি দেবীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মতুয়া ধর্মের মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সেই শোকের ছায়া থেকে বা বাদ যাবে কি করে ঝড়খালির মানুষ। ঝড়খালিতে বসবাসকারী মানুষের মধ্যে একাংশ মতুয়া ধর্মের মানুষ।

বড়মার মৃত্যুতে কেবল মতুয়া ধর্মের মানুষ নয় অন্য ধর্মের মানুষের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।কারণ তিনি ছিলেন সবার প্রিয় বড়মা।  এদিন ঝড়খালির মতুয়া সঙ্ঘের পক্ষ থেকে বড়মার ছবিতে মালা দিয়ে ও নিশান হাতে নিয়ে পথে নামেন গ্রামবাসীরা।  চোখের জলে আর মনের ভক্তিতেই প্রমাণ করে দিলেন এদিন ঝড়খালির মতুয়ারা তারা বড়মাকে কত খানি ভালোবাসতেন।
কিন্তু ভক্তদের প্রশ্ন বড়মার বাড়ি তথা ঠাকুরনগরে যেভাবে ঠাকুর পরিবারের মধ্যে রাজনীতির পালা শুরু হয়েছে তাতে ভক্তদের আগামী দিনে ঠাকুর বাড়িতে গেলে কি আর আগের মত সেই কদর থাকবে?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন