দীর্ঘ ১২ বছরের অবসান ঘটিয়ে আজ ভিত্তিপ্রস্তর করল এটাভাটী ইয়ং স্টার ক্লাব।

সুন্দরবন TV

দীর্ঘ ১২ বছরের অবসান ঘটিয়ে আজ ভিত্তিপ্রস্তর করল এটাভাটী ইয়ং স্টার ক্লাব।

মেহবুব আলম |বাসন্তী | সোমবার বাসন্তীর এটাভাটী ইয়ং স্টার ক্লাবের এগিয়ে চলার পথ আরো এক ধাপ এগিয়ে গেলো। সুচনা করলেন ক্লাব ঘরের ভিত।
এদিনের ক্লাব ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জালাল মোল্লা (সদস্য পঞ্চায়েত সমিতি), আবু সিদ্দিক শেখ (সদস্য গ্রাম পঞ্চায়েত), সাবির সেখ
(বিশিষ্ট সমাজসেবী), অরবিন্দ নস্কর (বিশিষ্ট সমাজসেবী) প্রমুখ।এজন্য ক্লাবের ভিত্তিপ্রস্তর করেন  জালাল মোল্লা, আবু সিদ্দিক শেখ ও সাবির সেখ।ক্লাবের সদস্য ক্লাব কর্তৃপক্ষ জানান যে দীর্ঘ ১২ বছর ধরে আমরা এই ক্লাবের জন্য সরকারের কাছে দাবি করেছিলাম আজ আমাদের সেই দাবি পূরণ হলো।ক্লাবের অন্যতম সদস্য শাহজাহান সরদার বলেন, এই ক্লাবের আগে ছিল আমাদের একটি মাটির তৈরী ক্লাব যার উপরে ছিল ঘরের চাল গত এক বছর আগে কোনক্রমে আগুন লেগে পুড়ে যায় এবং আমাদের ক্লাব ছাড়াই আমাদের ক্লাবের সমস্ত রকম প্রোগ্রাম করা হয়।এছাড়াও গ্রামবাসীরা বলেন যে এই ক্লাব সমাজে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে আসছে রক্তদান শিবির থেকে শুরু করে সবকিছু করে আসছে এই ক্লাব। এমনকি এই ক্লাব থেকে গ্রামের অনেক বাল্যবিবাহ রোধ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন