বাসন্তীতে অস্ত্রের কারখানার হদিস আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫ জন

সুন্দরবন TV

বাসন্তীতে অস্ত্রের কারখানার হদিস আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫ জন


নিজস্ব প্রতিনিধি |  বাসন্তী|বুধবার দুপুরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি অস্ত্রের কারখানার হদিস পায় এবং সেখানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৫ জনকে।ধৃতদের নাম মোতলেব পুরকাইত,মজিদ আলি সরদার,মুুরসালিম মোড়ল,সওকাত সরদার,আব্দুল কালাম পিয়াদা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ছোট কলাহাজরা এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ছোট কলাহাজরা এলাকার বাসিন্দা মোতলেব পুরকাইত গোপনে বেশ কিছু দিন ধরে অস্ত্রের কারখানা তৈরি করে অস্ত্র তৈরি করছিল।আর এই লোকসভা ভোটের মুখে চলছিল গোপনে আগ্নেয়াস্ত্রের কাজ।আর এই খবর পুলিশ পেয়ে বারুইপুর এসওজি ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাস,বাসন্তীর ওসি সৌমেন বিশ্বাসের নেতৃত্বে স্পেশাল টিম অভিযান চালিয়ে অস্ত্রের কারখানার হদিশ তোলে।আগ্নেয়াস্ত্র ও অস্ত্রের কারখানার সরঞ্জাম সহ গ্রেফতার করে ৫ জনকে।ধৃতদের কাছ থেকে পুলিশ ২ টি সিনগেল ব্যারেল পাইপগান,৪টি ওয়ান সার্টার পাইপগান,১৬ রাউন্ড কার্তুজ,৬টি মোবাইল উদ্ধার করে।এছাড়াও পুলিশ উদ্ধার করে হ্যান্ড ড্রিল মেশিন, পোলিশ মেশিন ফাইল, হাতুড়ি, হ্যাক্স ফলক, স্ক্রু চালক ইত্যাদি যন্ত্রের মতো বিশাল যন্ত্র যা পাইপ বন্দুক তৈরির জন্য ব্যবহৃত হয় এবং কিছু বিস্ফোরক পদার্থ।এদিন বিকালে সাংবাদিক সম্মেলন করে বারুইপুর জেলা পুলিশ সুপার রসিদ মুনির খান বলেন গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর এসওজি এবং বাসন্তী পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি অস্ত্রের কারখানা উদ্ধার করে।বাড়ির মধ্যে গোপনে এই অস্ত্রের কারখানা চলছিল এমনি তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে।এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের কাছ থেকে পুলিশ ২ টি সিনগেল ব্যারেল পাইপগান,৪টি ওয়ান সার্টার পাইপগান,১৬ রাউন্ড কার্তুজ,৬টি মোবাইল,হ্যান্ড ড্রিল মেশিন, পোলিশ মেশিন ফাইল, হাতুড়ি, হ্যাক্স ফলক, স্ক্রু চালক,কিছু বিস্ফোরক পদার্থ উদ্ধার করে।এই সব দিয়ে পাইপ বন্দুক তৈরির ব্যবহিত হয়।তিনি আরও বলেন ধৃতদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে।অস্ত্র গুলি তৈরির পর কোথায় যাচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত আছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন