সুন্দরবন TV
ক্যানিং এ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ জন
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির ছক ভেঙ্গে দিয়ে ৪ দুস্কৃতিকারীকে গ্রেফতার করে আগ্নেয়াস্ত্র সহ।ধৃতদের কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র,একটি কার্তুজ,কয়েকটি ভোজালি এবং লাঠিসোটা উদ্ধার করে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার জনকল্যাণ মোড়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং ও বারুইপুর এলাকার বাসিন্দা সফিকুল লস্কর,সামসূল সেখ,প্রশান্ত মন্ডল, তপন সাউ সহ বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র, ভোজালি, লাঠিসোটা নিয়ে জোড় হয় তালদি জনকল্যান মোড় এলাকায় ডাকাতির উদ্যেশ্যে গত ১৯ মার্চ রাতে।আর এই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৪ জনকে।বাকীরা পালিয়ে যায়।পুলিশ ধৃত সফিকুল লস্কর,সামসূল সেখ,প্রশান্ত মন্ডল, তপন সাউদের কাছ থেকে ১টি পিস্তল,১ রাউন্ড কার্তুজ,ভোজালি,লাঠিসোটা উদ্ধার করে।পাশাপাশি এদিন রাতে বারুইপুর জেলা পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে জয়নগর বকুলতলা,কাশিপুর,ঘুটিয়ারি শরিফ এলাকা থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৮ জন কে।বারুইপুর জেলা পুলিশ সুপার রসিদ মুনির খান জানান ক্যানিং এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্য জড়ো হলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৪ জনকে।পাশাপাশি জয়নগর,বকুলতলা,কাশিপুর,জীবনতলা এলাকায় পুলিশ হানা দিয়ে ৬ টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৮ জনকে।ধৃতদের জিঞ্জাসাবাদ চলছে।আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
ক্যানিং এ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ জন
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির ছক ভেঙ্গে দিয়ে ৪ দুস্কৃতিকারীকে গ্রেফতার করে আগ্নেয়াস্ত্র সহ।ধৃতদের কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র,একটি কার্তুজ,কয়েকটি ভোজালি এবং লাঠিসোটা উদ্ধার করে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার জনকল্যাণ মোড়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং ও বারুইপুর এলাকার বাসিন্দা সফিকুল লস্কর,সামসূল সেখ,প্রশান্ত মন্ডল, তপন সাউ সহ বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র, ভোজালি, লাঠিসোটা নিয়ে জোড় হয় তালদি জনকল্যান মোড় এলাকায় ডাকাতির উদ্যেশ্যে গত ১৯ মার্চ রাতে।আর এই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৪ জনকে।বাকীরা পালিয়ে যায়।পুলিশ ধৃত সফিকুল লস্কর,সামসূল সেখ,প্রশান্ত মন্ডল, তপন সাউদের কাছ থেকে ১টি পিস্তল,১ রাউন্ড কার্তুজ,ভোজালি,লাঠিসোটা উদ্ধার করে।পাশাপাশি এদিন রাতে বারুইপুর জেলা পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে জয়নগর বকুলতলা,কাশিপুর,ঘুটিয়ারি শরিফ এলাকা থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৮ জন কে।বারুইপুর জেলা পুলিশ সুপার রসিদ মুনির খান জানান ক্যানিং এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্য জড়ো হলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৪ জনকে।পাশাপাশি জয়নগর,বকুলতলা,কাশিপুর,জীবনতলা এলাকায় পুলিশ হানা দিয়ে ৬ টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৮ জনকে।ধৃতদের জিঞ্জাসাবাদ চলছে।আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।