সুন্দরবন TV
লোকালয় থেকে হরিণ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি | রায়দিঘী|মঙ্গলবার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি হরিণ কে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দিল বন দফতরের কর্মীরা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার নলগড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে নলগড়া গ্রামের বাসিন্দা নান্টু পাল।তার একটি গোয়াল ঘর আছে।গত ১৫ এপ্রিল রাতে জঙ্গল থেকে একটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে সেই গোয়াল ঘরে চুপটি করে শুয়ে থাকে।গ্রামের কুকুরের দল হরিণটিকে দেখে চিৎকার করতে থাকে।কুকুরের চিৎকারে সন্দেহ হয় গ্রামবাসীদের।গ্রামবাসীরা খোঁজাখুঁজি করে দেখতে পায় একটি হরিণ স্থানীয় বাসিন্দা নান্টু পালের বাড়ির গোয়ালে চুপটি করে শুয়ে আছে।সঙ্গে সঙ্গে তারা রামগঙ্গা রেঞ্জের নলগড়া বিট ফরেস্ট দফতরে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা।তারা হরিণটিকে উদ্ধার করে নলগড়া বিট ক্যাম্পে নিয়ে যায়।সেখানে হরিণটিকে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে।বতর্মানে হরিণ টি সুস্থ।পরের দিন রামগঙ্গা রেঞ্জের জঙ্গলে হরিণ টিকে ছেড়ে দেয় বনকর্মীরা।বন দফতর জানান একটি হরিণ লোকালয়ে ঢুকে গেলে হরিণ টিকে উদ্ধার করা হয়।হরিণটি সুস্থ।জঙ্গলে হরিণ টিকে ছেড়ে দেওয়া হয়।তবে কিভাবে লোকালয়ে ঢুকে পড়ল সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
লোকালয় থেকে হরিণ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি | রায়দিঘী|মঙ্গলবার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি হরিণ কে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দিল বন দফতরের কর্মীরা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার নলগড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে নলগড়া গ্রামের বাসিন্দা নান্টু পাল।তার একটি গোয়াল ঘর আছে।গত ১৫ এপ্রিল রাতে জঙ্গল থেকে একটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে সেই গোয়াল ঘরে চুপটি করে শুয়ে থাকে।গ্রামের কুকুরের দল হরিণটিকে দেখে চিৎকার করতে থাকে।কুকুরের চিৎকারে সন্দেহ হয় গ্রামবাসীদের।গ্রামবাসীরা খোঁজাখুঁজি করে দেখতে পায় একটি হরিণ স্থানীয় বাসিন্দা নান্টু পালের বাড়ির গোয়ালে চুপটি করে শুয়ে আছে।সঙ্গে সঙ্গে তারা রামগঙ্গা রেঞ্জের নলগড়া বিট ফরেস্ট দফতরে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা।তারা হরিণটিকে উদ্ধার করে নলগড়া বিট ক্যাম্পে নিয়ে যায়।সেখানে হরিণটিকে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে।বতর্মানে হরিণ টি সুস্থ।পরের দিন রামগঙ্গা রেঞ্জের জঙ্গলে হরিণ টিকে ছেড়ে দেয় বনকর্মীরা।বন দফতর জানান একটি হরিণ লোকালয়ে ঢুকে গেলে হরিণ টিকে উদ্ধার করা হয়।হরিণটি সুস্থ।জঙ্গলে হরিণ টিকে ছেড়ে দেওয়া হয়।তবে কিভাবে লোকালয়ে ঢুকে পড়ল সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।