ঝড়খালীতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল একজনের

সুন্দরবন TV


ঝড়খালীতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল  একজনের
ঘটনাস্থলে মৃত্যু হয় নিতাই সর্দারের (৫৮)


 নিজস্ব প্রতিনিধি | ঝড়খালী | বুধবার বিকালে ঝড়খালিতে ঘটে গেল  ভয়াবহ পথ দুর্ঘটনা  প্রাণ গেল একজনের। সুন্দরবনে ঘুরতে আসা  পর্যটকদের   গাড়ির সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে ঝড়খালীর রাজা মোড় এলাকায়। ত্রিদিব নগর এ কেজি কলোনির বাসিন্দা নিতাই সরদার (৫৮) ঝড়খালী থেকে অটো করে বাড়ি ফিরছিলেন ।


 ঐ অটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ঝড়খালীতে ঘুরতে আসা পর্যটকদের বোলেরো গাড়ির সঙ্গে। ঘটনাস্থলে অটোয় থাকা নিতাই সরদার এর মৃত্যু হয় এমনটাই জানান প্রত্যক্ষদর্শীরা।
ধৃত বোলেরো গাড়ি চালক সুবিদালী গায়েন

অটোর অন্য যাত্রীরাও গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঝড়খালি থানার পুলিশ বোলেরো গাড়িটি ও অটো টি কে আটক করেছে। ঘটনাস্থল থেকে বোলেরো গাড়ির চালক পালিয়ে যান।  গ্রামবাসীদের তৎপরতায় গাড়ি চালককে ধরে ফেলেন পরে পুলিশের হাতে তুলে দেন। ওই চালকের নাম সুবিদাআলী গায়েন বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন