সুন্দরবন TV
বাঘের আক্রমণে নিহত স্বজন হারাদের হাতে রেডিও তুলে দিলেন ‘প্রত্যাশা'
নিজস্ব প্রতিনিধি| ঝড়খালি | ২৭ এপ্রিল | নোনা জল, নোনা মাটির গন্ধের সঙ্গে মিলেমিশে একাকার যে মানুষ গুলি। সেই মানুষগুলির একমাত্র সম্বল সুন্দরবন। সুন্দরবন বাঁচিয়ে রেখেছে তাদেরকে আবার সুন্দরবনকে ভালোবেসে আটকে পড়ে আছে সেই মানুষগুলো। কখনো নদীবাধে গাছ লাগানো, কখনো বাঘ বাঁচাও আন্দোলন, কখনো সুন্দরবনের পরিবেশ বাঁচাও, সুন্দরবন নিয়ে নানান চিন্তা। আবার এই সুন্দরবন কেড়ে নিয়েছে সেই মানুষগুলোর প্রিয়জনকে। স্বজনহারা বেদনা বুকে নিয়ে দিন কাটাচ্ছে ঝড়খালির অনেক পরিবার। প্রত্যেকটা পরিবারের মানুষ সুন্দরবনের জঙ্গলে মধু কাটতে, মাছ- কাঁকড়া ধরতে গিয়ে লড়াই করতে হয়েছে বাঘের সাথে। বাঘ মানুষের লড়াইয়ে হার মানতে হয়েছে মানুষকে। এমনই স্বজনহারাদের পরিবারের সংখ্যা নেহাতই কম নেয় ঝড়খালীতে।
ঝড়খালী সবুজ বাহিনী দীর্ঘদিন ধরে পরিবেশ ও সুন্দরবনের এই সমস্ত পরিবারের পাশে দাড়িয়েছে। এবারও সবুজ বাহিনীর আহবানে এইসব পরিবারের কথা মাথায় রেখে স্বেচ্ছাসেবী সংগঠন "প্রত্যাশা" এদিন ঝড়খালিতে মহিলাদের হাতে তুলে দেন রেডিও। রেডিওর মধ্য দিয়ে তারা শুনতে পাবেন "প্রত্যাশা" অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতা 'ক' প্রতি বুধবার ও শনিবার দুপুর ২:৫ মিনিট থেকে শুরু হয় শেষ হয় ২:২০ মিনিটে। অনুষ্ঠানের মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মহিলাদেরকে এগিয়ে আনা। প্রত্যাশার পক্ষ থেকে এদিন সকাল থেকে গোসাবায় আয়োজন করা হয় শ্রোতা সম্মেলন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শ্রোতারা এসেছিলেন এই সম্মেলনে। এর পর ঝড়খালি তে আসেন। বাঘের আক্রমণে নিহত পরিবারদের সাথে কথা বলেন। তারপর তাদের হাতে তুলে দেন একটি রেডিও। প্রত্যাশার পক্ষ থেকে ছিলেন কেনিথ এডয়ার্ড -রিজিওনাল ডাইরেক্টর ব্যাঙ্গালোর, ফিরোজ ফারিদি-প্রোগ্রাম হেড দিল্লি অফিস, পিয়াস দে- প্রত্যাশা ফলোয়াপ ম্যানেজার, জয়শ্রী ফ্রান্সিস প্রোগ্রাম প্রোডিউসার। এদিন এলাকার পিছিয়ে পড়া প্রতিভাবান মহিলাদের থেকে নেয়া হয় সাক্ষাৎকার। কেউ আবার স্বরচিত কবিতা, গল্প নাটক ইত্যাদি শুনিয়েছেন প্রত্যাশার সদস্যদেরকে। প্রত্যাশার পক্ষ থেকে তাদের কথা গুলোকে রেকর্ডিং করেন আগামী দিনে আকাশবাণী কোললাতা ক-র "প্রত্যাশা" অনুষ্ঠানে সম্প্রচারের জন্য। সুন্দরবনে এসে সুন্দরবনের মানুষের পাশে থেকে তাদের কথা যেন নতুনভাবে ভাবলেন প্রত্যাশা।
বাঘের আক্রমণে নিহত স্বজন হারাদের হাতে রেডিও তুলে দিলেন ‘প্রত্যাশা'
নিজস্ব প্রতিনিধি| ঝড়খালি | ২৭ এপ্রিল | নোনা জল, নোনা মাটির গন্ধের সঙ্গে মিলেমিশে একাকার যে মানুষ গুলি। সেই মানুষগুলির একমাত্র সম্বল সুন্দরবন। সুন্দরবন বাঁচিয়ে রেখেছে তাদেরকে আবার সুন্দরবনকে ভালোবেসে আটকে পড়ে আছে সেই মানুষগুলো। কখনো নদীবাধে গাছ লাগানো, কখনো বাঘ বাঁচাও আন্দোলন, কখনো সুন্দরবনের পরিবেশ বাঁচাও, সুন্দরবন নিয়ে নানান চিন্তা। আবার এই সুন্দরবন কেড়ে নিয়েছে সেই মানুষগুলোর প্রিয়জনকে। স্বজনহারা বেদনা বুকে নিয়ে দিন কাটাচ্ছে ঝড়খালির অনেক পরিবার। প্রত্যেকটা পরিবারের মানুষ সুন্দরবনের জঙ্গলে মধু কাটতে, মাছ- কাঁকড়া ধরতে গিয়ে লড়াই করতে হয়েছে বাঘের সাথে। বাঘ মানুষের লড়াইয়ে হার মানতে হয়েছে মানুষকে। এমনই স্বজনহারাদের পরিবারের সংখ্যা নেহাতই কম নেয় ঝড়খালীতে।
প্রত্যাশার পক্ষ থেকে তুলে নিচ্ছেন রেডিও
Excellent
উত্তরমুছুনKhub bhalo.Pratyasha tomake Selam .
মুছুন