সুন্দরবন TV
পাথর প্রতিমা থেকে উদ্ধার লুপ্তপ্রায় গন্ধগোকুল
নিজস্ব প্রতিনিধি | পাথর প্রতিমা|বুধবার একটি গন্ধগোকুল উদ্ধার করে বন দফতরের বনকর্মীরা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিগম্বপুর এলাকায় গত ২ এপ্রিল গভীর রাত্রে কুকুরের দল চেঁচামেচি করছে।আর একটি গন্ধগোকুল কুকুরের হাত থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছে।কুকুরের চিৎকারে স্থানীয় বেশ কিছু মানুষজন ঘুম ভেঙ্গে যায়।তারা বাইরে বেরিয়ে দেখে প্রায় ৪ ফুট লম্বা একটে গন্ধগোকুল দৌড়াদৌড়ি করছে আর কুকুর গুলো তাকে মারার চেষ্টা করছে। হঠাৎ গন্ধগোকুলটি একটি গাছে উঠে গিয়ে লাফিয়ে পড়ে রোডের কারেন্টের তারের উপর।
সেখানে শর্ট লেগে নিচে পড়ে যায় গন্ধগোকুলটি।তখন স্থানীয় মানুষজন গন্ধগোকুলটিকে বাঁচাবার চেষ্টা করে।এলাকার একটি দোকান ঘরের মধ্যে আটকে রাখে তারা গন্ধগোকুলটিকে।তারা খবর দেয় বনদফতরকে।খবর পয়েন্ট বনকর্মীরা পরের দিন সকালে গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়।এ বিষয়ে বনকর্মী গোপাল দাস বলেন এইকে গন্ধগকুল বলা হয়।এ কোন মানুষকে ক্ষতি করে না। এরা সাধারণত লবণাক্ত এলাকা ছেড়ে মিঠে এলাকায় থাকতে ভালবাসে।তবে বর্তমানে গন্ধগোকুলটি সুস্থ আছে।চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা করছে।চিকিৎসকরা বললে গন্ধগোকুল টিকে ভাগবতপুর জঙ্গলে ছেড়ে দেয়া হবে।
পাথর প্রতিমা থেকে উদ্ধার লুপ্তপ্রায় গন্ধগোকুল
নিজস্ব প্রতিনিধি | পাথর প্রতিমা|বুধবার একটি গন্ধগোকুল উদ্ধার করে বন দফতরের বনকর্মীরা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিগম্বপুর এলাকায় গত ২ এপ্রিল গভীর রাত্রে কুকুরের দল চেঁচামেচি করছে।আর একটি গন্ধগোকুল কুকুরের হাত থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছে।কুকুরের চিৎকারে স্থানীয় বেশ কিছু মানুষজন ঘুম ভেঙ্গে যায়।তারা বাইরে বেরিয়ে দেখে প্রায় ৪ ফুট লম্বা একটে গন্ধগোকুল দৌড়াদৌড়ি করছে আর কুকুর গুলো তাকে মারার চেষ্টা করছে। হঠাৎ গন্ধগোকুলটি একটি গাছে উঠে গিয়ে লাফিয়ে পড়ে রোডের কারেন্টের তারের উপর।
সেখানে শর্ট লেগে নিচে পড়ে যায় গন্ধগোকুলটি।তখন স্থানীয় মানুষজন গন্ধগোকুলটিকে বাঁচাবার চেষ্টা করে।এলাকার একটি দোকান ঘরের মধ্যে আটকে রাখে তারা গন্ধগোকুলটিকে।তারা খবর দেয় বনদফতরকে।খবর পয়েন্ট বনকর্মীরা পরের দিন সকালে গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়।এ বিষয়ে বনকর্মী গোপাল দাস বলেন এইকে গন্ধগকুল বলা হয়।এ কোন মানুষকে ক্ষতি করে না। এরা সাধারণত লবণাক্ত এলাকা ছেড়ে মিঠে এলাকায় থাকতে ভালবাসে।তবে বর্তমানে গন্ধগোকুলটি সুস্থ আছে।চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা করছে।চিকিৎসকরা বললে গন্ধগোকুল টিকে ভাগবতপুর জঙ্গলে ছেড়ে দেয়া হবে।