সুন্দরবন TV
সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল
নিজস্ব প্রতিনিধি | রায়দিঘী|মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী রেঞ্জের আজমলবাড়ি জঙ্গলে রহস্যজনক। ভাবে বাঘের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে কিভাবে বাঘটি মৃত্যু হয় সে বিষয়ে তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে বনদফতর।এ বিষয়ে ডিএফও সন্তোষসা জিআর জানান গত ৮ এপ্রিল আজমলবাড়ি জঙ্গল থেকে একটি মৃত্যু বাঘ উদ্ধার করা হয়।কিভাবে বাঘটির মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে বাঘটির মৃত্যু হয়।
বাঘের শরীরের বিভিন্ন স্থানে পচন লেগে গেছে।তবে ময়না তদন্তে সব কিছুই উঠে আসবে।পৃথিবীর মান চিত্রে সুন্দরবন বিশেষ ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে মানগ্রোভ অরণ্য ও রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই। আর বাংলার এবং বাঙ্গালির গর্ব সেই রয়্যাল বেঙ্গল টাইগার দিনে দিনে বিলুপ্তপ্রায় চোরা শিকারিদের জন্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে জঙ্গলে চোরা শিকারিদের পাতা ফাঁদের ফাঁসে আটকে সুন্দরবনে মৃত্যু হয় এক রয়্যাল বেঙ্গল টাইগারের।আর বাঘের পচা গলা দেহ খুঁজে পেলেন বনদফতরের বনকর্মীরা আজমলবাড়ি জঙ্গলে।বনকর্মীরা মৃত বাঘের পচা গলা দেহটি উদ্ধার করে, চিতুরি বিট অফিসে ময়না তদন্তে পাঠায়।পরে বাঘের দেহটি সৎকার করে বন কর্মীরা।
সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল
নিজস্ব প্রতিনিধি | রায়দিঘী|মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী রেঞ্জের আজমলবাড়ি জঙ্গলে রহস্যজনক। ভাবে বাঘের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে কিভাবে বাঘটি মৃত্যু হয় সে বিষয়ে তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে বনদফতর।এ বিষয়ে ডিএফও সন্তোষসা জিআর জানান গত ৮ এপ্রিল আজমলবাড়ি জঙ্গল থেকে একটি মৃত্যু বাঘ উদ্ধার করা হয়।কিভাবে বাঘটির মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে বাঘটির মৃত্যু হয়।
বাঘের শরীরের বিভিন্ন স্থানে পচন লেগে গেছে।তবে ময়না তদন্তে সব কিছুই উঠে আসবে।পৃথিবীর মান চিত্রে সুন্দরবন বিশেষ ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে মানগ্রোভ অরণ্য ও রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই। আর বাংলার এবং বাঙ্গালির গর্ব সেই রয়্যাল বেঙ্গল টাইগার দিনে দিনে বিলুপ্তপ্রায় চোরা শিকারিদের জন্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে জঙ্গলে চোরা শিকারিদের পাতা ফাঁদের ফাঁসে আটকে সুন্দরবনে মৃত্যু হয় এক রয়্যাল বেঙ্গল টাইগারের।আর বাঘের পচা গলা দেহ খুঁজে পেলেন বনদফতরের বনকর্মীরা আজমলবাড়ি জঙ্গলে।বনকর্মীরা মৃত বাঘের পচা গলা দেহটি উদ্ধার করে, চিতুরি বিট অফিসে ময়না তদন্তে পাঠায়।পরে বাঘের দেহটি সৎকার করে বন কর্মীরা।