ডায়মন্ডহারবারে তৃণমূল সিপিএম সংঘর্ষ

সুন্দরবন TV

ডায়মন্ডহারবারে তৃণমূল সিপিএম সংঘর্ষ


ডায়মন্ডহারবার|শনিবার সকাল ১১ টায় তৃণমূল কংগ্রেসের মিছিল এবং সিপিএমের মিছিল মুখোমুখি হয়ে গেলে কর্মী সমর্থকদের বচসার জেরে উত্তেজিত হয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।সংঘর্ষে জখম হয় উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক।তবে গুরুত্বর জখম হয় ডায়মন্ডহারবার এক নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি গৌতম অধিকারী।বর্তমানে সে ডায়মন্ডহারবার হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের গুরুদাসনগর বদরতলা এলাকায়।

স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে এদিন সকালে গুরুদাসনগর বদরতলা এলাকায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী ফুয়াদ হালিম কর্মী সমর্থক নিয়ে পথ পরিক্রমা করছিল।সেই সময় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যান্নার্জী সমর্থনে তৃণমূল একটি বিশাল মিছিল যাচ্ছিল।উভয় দলের মিছিল মুখোমুখি হয়ে পড়লে উভয় দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা বেঁধে যায়।বচসার জেরে উত্তেজিত হয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ। বেঁধে যায়।সংঘর্ষে যুব তৃণমূলের সভাপতি গৌতম অধিকারি সহ তৃণমূলের বেশ কয়েকজন মহিলা কর্মী সমর্থক জখম হয়।জখম তৃণমূল কর্মী সমর্থকদের উদ্ধার করে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে আসে।জখমদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয় চিকিৎসকরা।তবে চিকিৎসাধীন যুব তৃণমূলের সভাপতি গৌতম অধিকারী।তার অবস্থা আশঙ্কাজনক।


পাশাপাশি সিপিএমের ৩ জন কর্মী সমর্থক এই হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করে।ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী ফুয়াদ হালিম অভিযোগ করে বলেন প্রশাসনের অনুমোদন নিয়ে পথ পরিক্রমা হচ্ছিল।সেই সময় তৃণমূলের আশ্রুিত দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে আক্রমণ করলে বেশ কয়েকজন সিপিএমের কর্মী সমর্থক জখম হয়।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এ বিষয়ে নির্বাচন কমিশনে জানানো হবে।ডায়মন্ডহারবার-২ ব্লক তৃণমূলের সভাপতি অরুময় গায়েন বলেন প্রশাসনের অনুমোদন নিয়ে গুরুদাসনগর এলাকায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অঅভিষেক ব্যান্নার্জী সমর্থনে একটি মিছিল বের তৃণমূলের কর্মী সমর্থকদের।সেই সময় তৃণমূলের মিছিলের উপর সিপিএমের আশ্রুিত দুষ্কৃতীরা আক্রমণ করলে গুরুতর জখম হয় যুব তৃণমূলের সভাপতি গৌতম অধিকারী।সে হাসপাতালে চিকিৎসাধীন।এমনকি তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের শ্লীলতাহানি করা হয়।বেশ কয়েকজন মহিলা কর্মী সমর্থক জখম হয়।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।তিনি আরও বলেন বিরোধীরা পায়ের তলায় মাটি পাচ্ছে না।তাই পরিকল্পিত ভাবে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে।মানুষই এর যোগ্য জবাব দেবে আগামী ১৯ মে।এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।বিষয়টি দলের জেলা ও রাজ্যস্তরের নেতৃত্বদের জানানো হয়েছে।আগামী ১৯ মে এই কেন্দ্রে নির্বাচন।এবারে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যান্নার্জী,সিপিএমের প্রার্থী ফুয়াদ হালিম,বিজেপি নিলাঞ্জন রায়,কংগ্রেসের প্রার্থী সৌম্য আইচ রায়।পুলিশ জানান দুটি দলের মধ্যে কর্মী সমর্থকদের বচসার জেরে উত্তেজিত হয়ে সংঘর্ষ বাঁধলে উভয় দলের বেশ কয়েকজন জখম হয়।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন