গোসাবায় বিজেপির জনসভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

সুন্দরবন TV

গোসাবায় বিজেপির জনসভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব


নিজস্ব প্রতিনিধি| গোসাবা|বৃহস্পতিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর (এসসি) লোকসভা কেন্দ্রের গোসাবা বিধানসভার রাঙ্গাবেলিয়া মাঠে জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশোক কান্ডারির সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন হয়।এদিনের জনসভায় উপস্থিত ছিলেন এিপুরা রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।নির্বাচন জনসভার শেষে সাংবাদিকদের প্রশ্নে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন ত্রিপুরা নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন যা সিধান্ত নেমে,ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি এবং ত্রিপুরা সরকার সব জায়গাতে কর্পারেশন করবে।কারণ সেই জায়গাতে আমার মনে হয় না কাউকে আঘাত করা উচিত।ত্রিপুরাতে বিরোধীদলের প্রার্থী বা বিরোধীদল রয়েছে,কমিউনিস্ট, কংগ্রেস বা অন্যান্য দল যারাই আছে এদের রাজনীতি কোন ভিত্তি নেই,পোলিং এজেন্ট দেওয়ার মতন লোক নেই,তাদের পার্টিতে লোকজন নেই।তারজন্য ওনারা একবার রিপোল চাইছে,একবার পুনর্নির্দেশ ভোট চাইছেন, একবার নির্বাচন চাইছেন না।ওনারা কি চাইছেন সেটাই ওনারা নিজেই জানে না।তারজন্য যখন হার হয় তখন যে কোন রাজনীতি​ দলের যে পরিস্থিতি হয় সেটাই তাদের মাধ্যম দিয়ে প্রতিফলিত হচ্ছে।আমি বলবো যে ত্রিপুরাবাসী সর্বপরি,জনতা সর্বপরি আর নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের যা সিধান্ত তাই মেনে নেওয়া উচিত।তিনি বিরোধীদের সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে বলেন নির্বাচন কমিশন সম্পূর্ণ সতন্ত্র সংস্থা। আমার মনে হয় সে বিষয়ে ওনারা কতটা অবগত আছেন,কতটা জানেন আমি জানিনা।ওনাদের তো জনতার উপর বিশ্বাস নেই।ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট পার্টির কোন দিন কোর্টের উপর বিশ্বাস নেই।সুপ্রিম। কোর্টের উপর ওনারা সময় সময় বিভিন্ন ভাবে আঘাত করেছেন।কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের তন্ত্রে বিশ্বাস করে না,একটা বিদেশী তন্ত্রে বিশ্বাস করে।তাহলে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের নির্বাচন কমিশন,ভারতবর্ষের সুপ্রিমকোর্ট,ভারতবর্ষের গনতান্ত্রিক ব্যবস্থা সেগুলি মধ্যে তাদের বিশ্বাস নেই।তারজন্য ওনারা বিদেশী মানসিকতা সম্পূর্ণ চিন্তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া দিয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন